shono
Advertisement

Breaking News

হেনস্তার প্রতিবাদে কর্মবিরতি ডাক্তারদের, পরিষেবা না পেয়ে মৃত্যু ৬ রোগীর

স্বাস্থ্যদপ্তর উদাসীন বলেই অভিযোগ রোগীদের৷ The post হেনস্তার প্রতিবাদে কর্মবিরতি ডাক্তারদের, পরিষেবা না পেয়ে মৃত্যু ৬ রোগীর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:08 PM Sep 25, 2018Updated: 12:10 PM Sep 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপন্ন রোগীকে প্রাণে বাঁচানোর অঙ্গীকার নিয়েই ডাক্তারি পড়তে শুরু করেন তাঁরা৷ কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার পর রোগী নয়, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার আন্দোলনে মগ্ন চিকিৎসকরা৷ অঙ্গীকারের কথা ভুলে লাগাতার আন্দোলনের জেরে একের পর এক প্রাণ হারালেন ৬ জন রোগী৷ পাটনা মেডিক্যাল কলেজের এই ঘটনায় চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে৷

Advertisement

[ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ের কবলে আইআইটি পড়ুয়ারা, নিখোঁজ ৩৫]

ঘটনার সূত্রপাত গত রবিবার৷ সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়া এক কিশোরকে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়৷ হাসপাতালে ভরতি করা হয় তাকে৷ রাতে কিশোরের শারীরিক অবস্থার উন্নতি হয়৷ সোমবার কিশোরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার দাবি জানায় তাঁর পরিজনেরা৷ হাসপাতাল পরিবর্তনের ফলে কিশোরের শারীরিক অবস্থার অবনতি হতে পারে, এই আশঙ্কা করতে থাকেন চিকিৎসকরা৷ তাই তাঁকে কোনওভাবেই হাসপাতাল থেকে ছাড়তে চাননি তাঁরা৷ কিশোরের পরিজন ও চিকিৎসকদের কথাবার্তা চলতে চলতে তা তর্কাতর্কির আকার নেয়৷ ইতিমধ্যেই রোগীর পরিজনেরা জুনিয়র চিকিৎসকদের হেনস্তা করেন বলে অভিযোগ৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দীননাথ সিং নামে এক চিকিৎসককে মারধরও করা হয়৷ এরপরই উত্তেজিত হয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ হাসপাতালের ভিতরে ঢুকে রোগীর পরিজনেরা মারধর করা সত্ত্বেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা৷ পরেরদিন থেকে বিক্ষোভে শামিল জুনিয়র চিকিৎসকরা৷ কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা৷ অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার কথা জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা৷

[প্রধানমন্ত্রী চোরেদের সর্দার! ‘প্রমাণ’ দিয়ে বিস্ফোরক টুইট রাহুলের]

এদিকে, চিকিৎসকদের বিক্ষোভের আঁচে ব্যাহত পরিষেবা৷ আপাতত বন্ধ রয়েছে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগ৷ পাটনার বেশিরভাগ রোগীরই ভরসা এই হাসপাতাল৷ অথচ সেই হাসপাতালে দিনের পর দিন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা৷ চিকিৎসা না পেয়ে ইতিমধ্যেই প্রাণহানি হয়েছে ৬ জনের৷ ভুক্তভোগীদের অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই জেলা স্বাস্থ্য দপ্তরের৷ পাটনার এই সরকারি হাসপাতালে এর আগে আগস্টে কর্মবিরতিতে শামিল হন চিকিৎসকরা৷ মাসখানেক আগে চিকিৎসকদের প্রতিবাদের বলি হন ৮ জন৷

The post হেনস্তার প্রতিবাদে কর্মবিরতি ডাক্তারদের, পরিষেবা না পেয়ে মৃত্যু ৬ রোগীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement