shono
Advertisement

Breaking News

Ranchi

রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি! গ্রেপ্তার অভিযুক্ত

ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা।
Published By: Amit Kumar DasPosted: 08:54 AM Sep 10, 2024Updated: 09:17 AM Sep 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ। ঠিক সেই সময় ফের একবার প্রশ্নের মুখে হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা। এবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে হাসপাতালের লিফটে এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এই ঘটনায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

জানা গিয়েছে, গত রবিবার এই ঘটনা ঘটে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। অভিযোগ, হাসপাতালের অঙ্কোলজি বিভাগের ওই মহিলা জুনিয়র রেসিডেন্ট ডাক্তার যখন ডিউটিতে যাচ্ছিলেন। সেই সময় লিফটের মধ্যে তাঁর শ্লীলতাহানি করেন এক ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতালের পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে হাসপাতাল কর্তৃপক্ষ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: ‘এক মাস তো হল, আর কতদিন?’, আর জি করে তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে CBI]

চিকিৎসকদের সব রকম নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, হাসপাতালের সবকোটি লিফটে অপারেটর নিযুক্ত করা হবে। এবং প্রতিটি ওয়ার্ডে সশস্ত্র পুলিশকর্মী থাকবেন। হাসপাতাল চত্বরে অন্তত ১০০ পুলিশকর্মী মোতায়েন রাখা হবে। নিরাপত্তার আশ্বাস পেয়ে এর পর কর্মবিরতি প্রত্যাহার করেন চিকিৎসকরা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় বার বার উঠে এসেছে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রসঙ্গ। আরজি করের ঘটনার পরও মহারাষ্ট্র, উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্যে প্রকাশ্যে এসেছে স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনা। এরই মাঝে ঝাড়খণ্ডের রাচির এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়খণ্ডের রাঁচিতে হাসপাতালের লিফটে এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ।
  • নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
Advertisement