shono
Advertisement
Junior Doctors Hunger Strike

অ্যাপ্রনে রক্তের রং! অভিনব প্রতিবাদে শামিল জুনিয়র চিকিৎসকরা

কী বলছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা?
Published By: Tiyasha SarkarPosted: 11:38 PM Oct 06, 2024Updated: 03:01 PM Oct 07, 2024

রমেন দাস: রবিবার রাত। 'জাস্টিস ফর আর জি কর' স্লোগানে মুখরিত ধর্মতলা! অনশন মঞ্চের আশপাশে ভিড় সাধারণ মানুষেরও। কিন্তু জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের(Junior Doctors Hunger Strike) হিল্লোলে এবার নজির গড়ল ধবধবে সাদা অ্যাপ্রন‌ও! রাঙা ছাপে অন্যভাবে প্রতিবাদে শামিল হলেন চিকিৎসকদের একটা বড় অংশ।

Advertisement

পোশাকের উপর সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ পরে রোগীদের সুস্থ করে তোলেন চিকিৎসকরা। এদিন সেই অ্যাপ্রনেই দেখা গেল 'রক্তে'র রং। বিষয়টা ঠিক কী? কী বলছেন চিকিৎসকরা? এসএসকেএম হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসক নীলেশ গিরির কথায়, 'বহুদিন কেটে যাওয়ার পরও কোনও সুরাহা সেভাবে দেখিনি। আমাদের সতীর্থরা অনশন করছেন। আমাদের দাবি নিয়েই লড়ছি আমরা। বিচার চাইছি। গুরুতর অন্যায়ের পরেও কোনও ব্যবস্থা নেই। এসবের প্রতিবাদ হিসেবেই এই উদ্যোগ। আমরা আমাদের সর্বক্ষণের সঙ্গী অ্যাপ্রনের মাধ্যমেই প্রতিবাদ জানাচ্ছি। ওটি নয়, যেখানে যেখানে কাজের প্রয়োজনে এই পোশাক ব্যবহার করা যায়, আমরা করব।'

এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক বিস্ময় মণ্ডলের দাবি, "মা দুর্গার দশটা হাত আজ রক্তাক্ত। চারিদিকে যে খুন ধর্ষনের ঘটনা ঘটছে, সেটারই প্রতিবাদ। অভয়ার মৃত্যুর বিচার, তথ্যপ্রমাণ লোপাট নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা এই পোশাকেই আউটডোর করব। সিনিয়র চিকিৎসকদের অনুরোধ করব, এই অ্যাপ্রন পরেই আউটডোর করতে।'' প্রায় একই সুরে সরব জুনিয়র চিকিৎসক অরুণাভ চৌধুরীও। তিনি জানান, "কাজ করছি। কাজে ফিরেছি আমরা। কিন্তু প্রতিবাদ থামবে না। আজও কোনও সুরাহা নেই। প্রশ্ন উঠছে নিরন্তর। আমরা আমদের এই অ্যাপ্রনেই প্রতিবাদের ভাষা খুঁজছি। এটা পরেই আউটডোর করব।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার অভিনব প্রতিবাদে শামিল জুনিয়র চিকিৎসকরা।
  • পোশাকের উপর সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ পরে রোগীদের সুস্থ করে তোলেন চিকিৎসকরা। এদিন সেই অ্যাপ্রনেই দেখা গেল 'রক্তে'র রং।
  • চিকিৎসকদের কথায়, 'আমরা আমাদের সর্বক্ষণের সঙ্গী অ্যাপ্রনের মাধ্যমেই প্রতিবাদ জানাচ্ছি।'
Advertisement