'আয় রে বিনু দেখে যা...', লালবাজার অভিযানে পুলিশকে স্লোগানে বিঁধলেন ডাক্তাররা
বি বি গাঙ্গুলি স্ট্রিটে পোড়ানো হয় প্রতীকী শিরদাঁড়া।
Tap to expand
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
মিছিলে প্রতীকী শিরদাঁড়া হাতে উপস্থিত ডাক্তারি পড়ুয়ারা। ব্যানার, পোস্টারের পাশাপাশি উঠল অভিনব স্লোগান। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
কোথাও বলা হয়েছে 'আয়রে বিনু(বিনীত গোয়েল) দেখে যা ডাক্তাদের ক্ষমতা। তো কখনও স্লোগান তোলা হয়েছে 'পুলিশ তোমার একি হলো কথায় কথায় মিথ্যা বল।' ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
একটি ব্যানারে লেখা হয়েছে 'পুলিশ যখন খুনির সাথে, বিচারের বাণী নিভৃতে কাঁদে।' আবার কোথাও লেখা হয়েছে, 'তথ্য প্রমাণে খেলে লুটে, জাস্টিস খোঁজো ৪০ ফুটে।' ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
ফিয়ার্স লেনে ডাক্তারদের মিছিলে বাধা দেয় পুলিশ। জুনিয়র ডাক্তাররা বলেন, ‘কোনও ঝামেলা করব না, যেতে দিন’। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
বি বি গাঙ্গুলি স্ট্রিটে পোড়ানো হয় প্রতীকী শিরদাঁড়া। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
জুনিয়র চিকিৎসকদের মিছিলে শামিল হয়েছেন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Published By: Paramita PaulPosted: 05:19 PM Sep 02, 2024Updated: 05:20 PM Sep 02, 2024
বি বি গাঙ্গুলি স্ট্রিটে পোড়ানো হয় প্রতীকী শিরদাঁড়া।