সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজলাসে অনুপস্থিত আইনজীবীদের একাংশ। দুদিন পর এজলাসে গিয়েও হল না শুনানি। বাধ্য হয়ে ২৪ মিনিট পর এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার ১৭ নম্বর এজলাসে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘড়ির কাঁটায় তখন সাড়ে ১১টা হবে। তবে এদিন বেশ কয়েকজন আইনজীবী অনুপস্থিত ছিলেন। মোট পাঁচটি মামলা শুনানির কথা ছিল। তিনটি মামলার আইনজীবী উপস্থিত ছিলেন। বাকি দুটি মামলার আইনজীবীরা ছিলেন না। কোনও একটি পক্ষের আইনজীবীর কথা শুনে নির্দেশ দেবেন না বলেই জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পর প্রায় ২৪ মিনিট পর এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি।
[আরও পড়ুন: বাথরুমে ভূতুড়ে হাত! ভয়ে গার্লস হস্টেল ছাড়ছে আবাসিকরা]
উল্লেখ্য, গত সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলার শুনানি ছিল। অভিযোগ, সেখানেই কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়কে বিচারপতি হেনস্তা করেন। জানা গিয়েছে, ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ পড়ার সময় ওই আইনজীবীর আচরণ বিচারপতির ভালো লাগেনি বলেই দাবি। যার জেরে ‘ক্ষুব্ধ’ বিচারপতি ওই আইনজীবীকে নিজের গাউন, বো খুলতে নির্দেশ দেন।
শেরিফকে ডেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করে ‘সিভিল প্রিজনে’ রাখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ঘটনার পরই বিকেলে বার অ্যাসোসিয়েশনের তরফে তড়িঘড়ি সাধারণ সভা ডাকা হয়। এ বিষয়ে আলোচনাও হয় সাধারণ সভায়। এর পরই সর্বসম্মতভাবে বিচারপতির এজলাস বয়কটের সিদ্ধান্ত নেন আইনজীবীরা। সে কারণেই বৃহস্পতিবার আইনজীবীদের একাংশে আদালতে উপস্থিত ছিলেন না বলেই মনে করা হচ্ছে।