shono
Advertisement

‘দারুণ কাজ করেছে’, কলকাতা ট্রাফিক পুলিশকে দরাজ সার্টিফিকেট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

'সীমাবদ্ধতার মধ্যে কলকাতা ট্রাফিক যেভাবে কাজ করে দুর্দান্ত', বললেন বিচারপতি।
Posted: 07:59 PM Sep 29, 2023Updated: 07:59 PM Sep 29, 2023

গোবিন্দ রায়: পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে কলকাতা হাই কোর্টে। পঞ্চায়েত ভোটের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর ঝাঁজালো প্রশ্নবাণের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ই কলকাতা ট্রাফিক পুলিশকে দিলেন দরাজ সার্টিফিকেট।

Advertisement

ঠিক কী হয়েছিল? শুক্রবার আদিবাসী জনজাতিভুক্তদের মিছিলে কলকাতার একাংশে তীব্র যানজট তৈরি হয়। তাতে ভোগান্তির শিকার হন পথচলতিরা। আটকে পড়েন বিচারপতি গঙ্গোপাধ্যায়ও। এদিন এজলাসে নিজেই সেকথা জানান। বলেন, “কলকাতা ট্রাফিক দারুণ কাজ করেছে। আমার গাড়ি দক্ষতার সঙ্গে পার করেছে। না হলে এজলাসে সময়মতো আসতেই পারতাম না।”

[আরও পড়ুন: ‘ফোন ধরছো না কেন?’, বিধানসভায় পা রেখেই পরিষদীয় মন্ত্রীর ধমক খেলেন নির্মলচন্দ্র রায়]

দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি আরও বলেন, “অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্য তথা কলকাতা পুলিশ অনেক দক্ষ। সীমাবদ্ধতার মধ্যে কলকাতা ট্রাফিক যেভাবে কাজ করে দুর্দান্ত। তুষার তালুকদার সিপি থাকার সময় থেকেই ভাল কাজ করে। জানি না সংবাদমাধ্যমে এই খবর আসবে কি না!”

[আরও পড়ুন: বাড়ির পরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠতা! অবশেষে ‘কোটিপতি’ কনস্টেবলের সেই বান্ধবীর মিলল খোঁজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement