shono
Advertisement

‘আপনাদের কাজ কি মানুষকে বোকা বানানো?’, সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আগামী ৪ অক্টোবর সিবিআই ডিরেক্টর প্রবীণকুমার সুদকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ।
Posted: 06:28 PM Sep 20, 2023Updated: 07:10 PM Sep 20, 2023

গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতি মামলায় ফের ভর্ৎসনার শিকার সিবিআই। “আপনাদের কাজ কি মানুষকে বোকা বানানো?”, প্রশ্ন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী ৪ অক্টোবরের শুনানিতে সিবিআই ডিরেক্টর প্রবীণকুমার সুদকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশও দেন তিনি।

Advertisement

মামলাকারী শান্তনু শিটের দায়ের করা ওএমআর শিট সংক্রান্ত একটি মামলায় গত বছরের ২৭ সেপ্টেম্বর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বছরখানেক হয়ে গেলেও তেমন কোনও অগ্রগতি নেই মামলায়। তাতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। কেন তদন্তের তেমন অগ্রগতি হচ্ছে না, সে প্রশ্নের উত্তর সিবিআই ডিরেক্টরকে দিতে হবে বলেই জানান বিচারপতি। এদিনের শুনানিতে তিনি বলেন, “এই মামলার কিছু হবে না। সিবিআইয়ের বদলে উলুবেড়িয়া থানাকে কেসটা দিলে ভালো হত। কেস ডায়েরিতে অনেক তথ্য উল্লেখ করা হয়নি। মঙ্গলবার শুনানিতে দেখলাম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সিবিআই করেনি। আজকেও দেখলাম সাধারণভাবে যে প্রশ্ন করা উচিত ছিল, সিবিআই তা করেনি। আপনাদের কাজ কি মানুষকে বোকা বানানো?”

[আরও পড়ুন: ‘আলিয়া ভাট আমার প্রথম সন্তান’, নেপোটিজম নিয়ে মুখ খুললেন করণ জোহর]

বিচারপতি আরও বলেন, “আমি এই তদন্তে খুশি নই। এটা আমি বিশ্বাস করি না সিবিআই আধিকারিকরা বোকা। তাঁরা অত্যন্ত সেয়ানা। সিবিআইয়ের বিরুদ্ধে কি আবার তদন্তের নির্দেশ দিতে হবে? যেকোনও বুদ্ধিমান লোক আসল প্রশ্ন করবে। কী প্রশ্ন করবে সেটাও আমাকে বলে দিতে হবে? আমি চিৎকার করতে চাই না। আপনারা বাধ্য করছেন। সিবিআই আধিকারিকরা লজ্জাহীন। আগে সিবিআই শুনলে লোকে ভয় পেত। এখন লোকে হাসে। জানে কিছু হবে না।”

[আরও পড়ুন: আর অফলাইনে ভর্তি নয়, ডিএলএড কলেজে অ্যাডমিশন নিয়ে বড় সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement