shono
Advertisement

Breaking News

‘আইনজীবীদের কথামতো কাজ করব না’, বয়কট প্রসঙ্গে মন্তব্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের

গঙ্গারামপুর পুরসভার অনাস্থা প্রস্তাবেও এদিন স্থগিতাদেশ দিল হাই কোর্ট৷ The post ‘আইনজীবীদের কথামতো কাজ করব না’, বয়কট প্রসঙ্গে মন্তব্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:56 PM Jul 22, 2019Updated: 01:59 PM Jul 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ছিল পুরসভার অনাস্থা প্রস্তাব সংক্রান্ত মামলা৷ কিন্তু সোমবার এবার সেই মামলাই মোড় নিল বিচারপতি-আইনজীবী দ্বন্দ্বে৷ এবং যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে কলকাতা হাই কোর্টে৷ সোমবার সকালে তাঁর এজলাস বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আইনজীবীরা, সেই সিদ্ধান্তের সমালোচনা করলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ সাফ জানালেন, ‘‘সরকারি আইনজীবীরা কী সিদ্ধান্ত নিয়েছে, তাতে তাঁর কিছু যায় আসে না৷ তিনি তাঁর চেয়ারের সম্মান রক্ষা করেন৷’’

Advertisement

[ আরও পড়ুন: জরিমানা করেও থামছে না মেট্রোর দরজা আটকানো, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত ]

আদালত সূত্রে খবর, এদিন বনগাঁ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীদের তাঁর এজলাসে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ শুনানির শুরুতেই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান তিনি৷ জানান, ‘‘আমাকে এ কাজের দায়িত্ব সরকারি আইনজীবীরা দেননি৷ এই কাজের দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি৷ এই সিদ্ধান্ত প্রধান বিচারপতিকে অপমান করা৷ আমি সরকারি আইজীবীদের কথামতো কাজ করব না৷ ওনারা যা বলবেন তাই করব না৷ আমি যদি সরকারের সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করি, তাহলে তা অন্যায় হবে৷ প্রশাসন ভুল করলে আমি শুধরে দেব৷ আমি খারাপ বিচারপতি হতে পারি৷ তবে আমি চেয়ারের দায়িত্ব পালন করেছি৷’’

জানা গিয়েছে, এরপর বনগাঁ মামলার শুনানির সময়ও রাগের বহিঃপ্রকাশ ঘটান বিচারপতি৷ সাফ জানান, ‘‘আমি কাউকে ভয় করি না৷ সরকারি আইজীবী ঠিক করেননি৷ যে তিন জন অনাস্থা এনেছিলেন, তাঁদের ছাড়া বৈঠক হল কেন? অবাক হচ্ছি, কীভাবে আমার নির্দেশ অমান্য হল? ওই কাউন্সিলরা অনুপস্থিত থাকলে, বৈঠক পিছিয়ে দেওয়া হল না কেন? এটা নিয়ম৷’’ আদালত সূত্রে খবর, এরপরই ১১ বিজেপি কাউন্সিলরকে আলাদা করে হলফনামা দিতে নির্দেশ দেন বিচারপতি৷ আগামীকাল, মঙ্গলবার আবারও হবে এই মামলার শুনানি৷

[ আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্ত্রীকে খুন, তিনজনকে ফাঁসির সাজা দিল শিয়ালদহ আদালত ]

অন্যদিকে গঙ্গারামপুর পুরসভার অনাস্থা প্রস্তাবেও এদিন স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট৷ মঙ্গলবার অনাস্থা বৈঠকের প্রস্তাবে স্থগিতাদেশ দিয়েছে আদালত৷ ৫ আগস্ট হলে অনাস্থা বৈঠক৷ ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি৷

The post ‘আইনজীবীদের কথামতো কাজ করব না’, বয়কট প্রসঙ্গে মন্তব্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement