shono
Advertisement

Breaking News

দেশের পরবর্তী প্রধান বিচারপতি এসএ বোবদে, শপথগ্রহণ ১৮ নভেম্বর

সুপ্রিম কোর্টের ৪৭ তম প্রধান বিচারপতি হচ্ছেন বোবদে। The post দেশের পরবর্তী প্রধান বিচারপতি এসএ বোবদে, শপথগ্রহণ ১৮ নভেম্বর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:15 PM Oct 29, 2019Updated: 03:15 PM Oct 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যা মামলার চূড়ান্ত শুনানি শেষ হতেই নিজের উত্তরসূরীর নাম জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। গত ১৮ অক্টোবর সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে শরদ অরবিন্দ বোবদে-এর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলেন। দেশের বর্তমান প্রধান বিচারপতির সেই সুপারিশে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে আগামী ১৮ নভেম্বর দেশের ৪৭ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন এসএ বোবদে।

Advertisement

[আরও পড়ুন: ভাইফোঁটায় মহিলাদের জোড়া উপহার কেজরিওয়ালের, বিনামূল্যে বাসের সঙ্গে নিরাপত্তায় মার্শাল]

সংবিধান অনুযায়ী দেশের প্রধান বিচারপতি অবসর গ্রহণের আগে তাঁর পরবর্তী প্রবীণতম বিচারপতির নাম প্রস্তাব করেন। গত ১৮ তারিখ সেই প্রথা মেনে নাগপুরের বাসিন্দা বোবদে-এর নাম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন রঞ্জন গগৈ। আগামী ১৭ নভেম্বর তাঁর অবসর গ্রহণের কথা। তাই একমাস আগেই নিজের উত্তরসূরীর নাম সুপারিশ করেন তিনি। আগামী ১৮ নভেম্বর শপথ নেওয়ার পর মোট দেড় বছর প্রধান বিচারপতির পদে থাকবেন শরদ অরবিন্দ বোবদে। ২০২১ সালের ২৩ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা।

২০০০ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে বম্বে হাই কোর্টে যোগ দিয়েছিলেন বোবদে। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম প্রস্তাব করেছিলেন সুপ্রিম কোর্টের ৩৯তম প্রধান বিচারপতি আলতামাস কবীর। এরপর ২০১৩ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের সঙ্গে বিচারপতি ক্যুরিয়েন জোসেফ, বিচারপতি জে চেলারামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি মদন লোকুর মন কষাকষির সময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন বোবদে। সমস্যা সমাধানে তাঁর যোগদানও ছিল যথেষ্ট।

[আরও পড়ুন:অনুমতি দেওয়া হয়নি দেশের বিরোধীদের, কাশ্মীরে গেলেন ইউরোপের সাংসদরা]

রাম মন্দির-বাবরি মসজিদ জমি মামলাতেও পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন। কয়েকমাস আগে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন সুপ্রিম কোর্টের এক মহিলা কর্মী। একাধিক বন্ধ দরজার আড়ালে শুনানির পর বোবদের নেতৃত্বাধীন ইন-হাউস প্যানেল রঞ্জন গগৈকে নিরপরাধ ঘোষণা করে।

The post দেশের পরবর্তী প্রধান বিচারপতি এসএ বোবদে, শপথগ্রহণ ১৮ নভেম্বর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement