shono
Advertisement

রায় দেওয়া নিয়ে মতানৈক্য, দুই বিচারপতির মধ্যে বচসায় উত্তপ্ত আদালত কক্ষ

পরে ক্ষমা চাইলেন একজন বিচারপতি।
Posted: 02:04 PM Oct 25, 2023Updated: 02:04 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট হাই কোর্টে (Gujarat High Court) উত্তপ্ত বাক্য বিনিময় দুই বিচারপতির মধ্যে। তা নিয়ে চাঞ্চল্য ছড়াল। শেষপর্যন্ত বচসায় জড়ানো বিচারপতিদের মধ্যে একজন বিচারপতি ক্ষমা চাইলেন অন্যজনের কাছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? গত সোমবার একটি মামলায় মতানৈক্য হয় বিচারপতি বীরেন বৈষ্ণো ও বিচারপতি মৌনা ভাটের মধ্যে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও। পরে অবশ্য ইউটিউব থেকে তা সরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বর্ষীয়ান বিচারপতি বৈষ্ণো এক মামলার রায় দিচ্ছিলেন। তা পছন্দ হয়নি বিচারপতি ভাটের।

[আরও পড়ুন: ‘দৃশ্যম’ ছবিই অনুপ্রেরণা! অনলাইনে বিষ নিয়ে সার্চ করে দুই বোনকে খুন, স্বীকারোক্তি দাদার]

তিনি কানে কানে কিছু বলতে চাইছিলেন তাঁকে। এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিচারপতি বৈষ্ণো। তিনি ক্ষুব্ধ স্বরে বলেন, মতানৈক্য থাকলে বিচারপতি ভাট যেন আলাদা রায় দেন, কানে গুনগুন না করে। পরে তিনি আদালত কক্ষ থেকেও বেরিয়ে যান।

কিন্তু মঙ্গলবার তিনি ক্ষমা চেয়েছেন বিচারপতি ভাটের কাছে। তাঁকে বলতে শোনা যায়, ”আমি অত্যন্ত দুঃখিত, সোমবার যা হয়েছে তা নিয়ে। আমি এজন্য দুঃখিত। এবং আমি মনে করি এমনটা হওয়া একেবারেই উচিত নয়।”

[আরও পড়ুন: ‘টাকার জন্য বিবেক বেচে দিয়েছেন’, ‘ভুয়ো ডিগ্রিধারী’ কটাক্ষ শুনতেই মহুয়াকে পালটা নিশিকান্ত দুবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement