গোবিন্দ রায়: নিম্ন আদালতে একাধিকবার আর্জি জানিয়েও লাভ হয়নি। এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও তাঁর আবেদনের বিরোধিতা করেছে ইডি। মামলার পরবর্তী শুনানি ২৫ জুন।
রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে দীর্ঘদিন ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। একাধিকবার নিম্ন আদালতে জামিনের আর্জি জানান তিনি। কারণ হিসেবে জানানো হয়, জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক রোগে ভুগছেন। ওজন কমে যাচ্ছে। কিডনির অবস্থা ভালো নয়। কিন্তু তাতেও লাভ হয়নি। মেলেনি জামিন। এবার জামিনের আর্জি নিয়ে হাই কোর্টে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
[আরও পড়ুন: ভোটে ধাক্কার পরেই ‘অন্নদাতা’দের কল্যাণ মোদির! ১৪ শস্যের MSP বাড়াল কেন্দ্র]
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। আদালতের কাছে সময় চান তাঁরা। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৪ দিন সময় দিয়েছেন বলে খবর। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। গতবছর অক্টোবরে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick ) সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তাঁর বাড়ি। টানা ২১ ঘণ্টা ধরে চলে জোর তল্লাশি। শেষমেশ গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়কে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি।