সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসায়ী বাকিবুর রহমান ৯ কোটি টাকা বিনা সুদে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেন। শনিবার ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করে ইডি। তবে সে দাবি উড়িয়ে দিলেন ‘অসুস্থ’ মন্ত্রী। “ওসব গল্প ছেড়ে দিন”, সাফ জানালেন তিনি।
রবিবার সকালে কার্যত টলমলে পায়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরন জ্যোতিপ্রিয়। তাঁকে ধরে ধরে বের করেন দুজন। রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রীর চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। স্বাস্থ্যপরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সিজিও থেকে বেরনোর সময় মৃত্যুর আশঙ্কা করেন। আবার ফেরার সময়েও মুখ খোলেন মন্ত্রী। তিনি নিজেকে ফের অসুস্থ বলে দাবি করেন। বাকিবুর রহমান সত্যিই কি তাঁকে বিনা সুদে ৯ কোটি টাকা দিয়েছিলেন, সে প্রশ্নেও মুখ খোলেন জ্যোতিপ্রিয়। বলেন, “ওসব গল্প ছেড়ে দিন।”
[আরও পড়ুন: ‘টাইগার ৩’তে প্রাক্তন সলমনের সঙ্গে রোম্যান্সে মশগুল স্ত্রী ক্যাটরিনা! কী বললেন ভিকি কৌশল?]
কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হয় তাঁর। প্রায় একইরকমভাবে দুজনের সহায়তায় হাসপাতাল থেকে বেরন জ্যোতিপ্রিয়। নিজেকে ‘অসুস্থ’ বলে দাবি করেন আরও একবার। বাকিবুর রহমান সত্যিই কি তাঁকে বিনা সুদে ৯ কোটি টাকা দিয়েছিলেন, তাঁকে সে প্রশ্নও করেন সাংবাদিকরা। উত্তর দেন জ্যোতিপ্রিয়। বলেন, “ওসব গল্প ছেড়ে দিন।” তবে কী বাকিবুর রহমান ইডির কাছে মিথ্যা তথ্য দিয়েছেন নাকি সত্য আড়াল করার চেষ্টা করছেন জ্যোতিপ্রিয়, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। জট খুলতে দুজনকে জেরা করে জট খোলা সম্ভব হবে বলেই দাবি তদন্তকারীদের।