shono
Advertisement

Breaking News

জানেন, কী করলে সুলভে মিলবে ‘কাবালি’র টিকিট?

একেই বলে সুপারস্টারের সুপার পাওয়ার৷ The post জানেন, কী করলে সুলভে মিলবে ‘কাবালি’র টিকিট? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:59 PM Jul 04, 2016Updated: 02:29 PM Jul 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে সুপারস্টারের সুপার পাওয়ার৷ রজনীকান্তের অসাধ্য কিছুই যে নেই, তা আবার প্রমাণিত হল পুদুচেরিতে৷ এবারে রজনীমায়ায় গড়গড়িয়ে এগোচ্ছে পুদুচেরির স্বচ্ছ অভিযানের চাকা৷ কীভাবে? ‘কাবালি’র ফ্রি টিকিটের কল্যাণে৷ এলাকার সেল্লিপেট পঞ্চায়েতের মানুষদের ফ্রি-তে রজনীর নতুন ছবির টিকিট দিচ্ছে পুদুচেরি সরকার৷ শুধু একটাই শর্ত, শৌচকর্ম করার জন্য ব্যবহার করতে হবে সুলভ শৌচালয়৷

Advertisement

১২০ কোটির স্বচ্ছ ভারত অভিযানে মোট ৫৫ হাজার বাড়ির জন্য সুলভ শৌচালয় তৈরি করেছে সরকার৷ কিন্তু সমীক্ষায় দেখা যায়, প্রায় ৫৮ শতাংশ মানুষই শৌচকর্মের জন্য তৈরি স্থানগুলি ব্যবহার করছে না৷ সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেয় পুদুচেরি সরকার৷ এবং সরকারের এই সুলভ অফারে বেশ ভালই সাড়া মিলেছে বলে খবর৷

কেন্দ্রশাসিত এই অঞ্চলের পরিকল্পনার সাফল্যের কথা টুইট করে জানান কিরণ বেদি৷ সুপারস্টার রজনীকান্তকে পুদুচেরির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্যও অনুরোধ করেছেন তিনি৷

The post জানেন, কী করলে সুলভে মিলবে ‘কাবালি’র টিকিট? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement