shono
Advertisement

Kali Puja 2023: থিমের লড়াইয়ে স্ট্যাচু অফ লিবার্টি, অজন্তা-ইলোরা, কালীপুজোয় সাজ সাজ মধ্যমগ্রামে

চলতি সপ্তাহেই দর্শকদের জন্য খুলে যাবে এখানকার মণ্ডপগুলি।
Posted: 05:52 PM Nov 06, 2023Updated: 07:27 PM Nov 06, 2023

অর্ণব দাস, বারাসত: বাঙালির সবচেয়ে বড় উৎসব মিটলেও উৎসবের মরশুম শেষ হতে এখনও অনেক দেরি। সামনেই শক্তি আরাধনার সময়। এ সপ্তাহের শেষেই কালীপুজো (Kali Puja 2023)। আর কালীপুজোর জন্য উত্তর ২৪ পরগনার বারাসাত, নৈহাটির খ্যাতি বরাবরের। এবছরও সেখানে জমজমাট পুজোর প্রস্তুতি। কোথাও অজন্তা-ইলোরা, কোথাও আবার স্ট্যাচু অফ লিবার্টি। কোন ক্লাব কী থিমে সাজছে, আগাম দেখে নেওয়া যাক।

Advertisement

বারাসতের অন্যতম জনপ্রিয় কালীপুজো কেএনসি রেজিমেন্ট ক্লাবের মণ্ডপ তৈরির কাজ। তাদের ৬৪তম বর্ষের পুজোর থিম (Theme) ত্রিদেব। কোনও কিছু অনুকরণ করে নয়, মণ্ডপ তৈরি হচ্ছে শিল্পীর ভাবনাতে। মূল মণ্ডপটি তৈরি হচ্ছে পাহাড়ের আদলে। ভিতরে ঢুকলে করলে দেখা যাবে একটি ঝরণা। পাশে থাকবেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। থিমের আদলেই তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা। পুজো কমিটির কর্মকর্তা বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, “বিগত তিন মাস ধরে মণ্ডপ তৈরির কাজ চলছে। ১০ নভেম্বরে পুজো উদ্বোধনের ভাবনা রয়েছে।”

[আরও পড়ুন: বারাণসীর আদলে এবার কলকাতায় দেব দীপাবলি পালন, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী]

চাঁপাডালি মোড় সংলগ্ন টাকি রোডের ধারে শতদল এবং বিদ্রোহী এই দুটি ক্লাবের কালীপুজো বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম। শতদল ক্লাবের পুজো এবছর ৫৫ বছরে পড়ল। তাদের মণ্ডপ তৈরি হয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) অজন্তা-ইলোরা মন্দিরের আদলে। উচ্চতা ৬৫ ফুট, চওড়ায় ৮০ ফুট। মণ্ডপের অধিষ্ঠিত সাবেকি মাতৃ প্রতিমা থিমের আদলে। পুজো কমিটির কর্মকর্তা বঙ্কিম ভট্টাচার্য জানান, উদ্বোধন হবে ১১ নভেম্বর। বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের পুজো এবছর ৫৭ বছরের পড়ল। তাদের ৬৫ ফুট উচ্চতার মণ্ডপ তৈরি হচ্ছে আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির আদলে। মাতৃ প্রতিমায় তুলে ধরা হয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য।

[আরও পড়ুন: ফিরছে জোড়-বিজোড় গাড়ির বিধি, বন্ধ সব স্কুল, দিল্লির দূষণ রুখতে একাধিক সিদ্ধান্ত]

পার্শ্ববর্তী মধ্যমগ্রাম (Madhyamgram) শহরের কালীপুজো এবার টেক্কা দিচ্ছে বারাসতকে। এখানকার পুজোগুলির মধ্যে নজরে রয়েছে মধ্যমগ্রামের চৌমাথায় ইয়ং রিক্রিয়েশন ক্লাবের কালীপুজো। ৩৬তম বর্ষে তাদের পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মহিষাদলের রাজবাড়ির আদলে। মণ্ডপ জুড়ে থাকছে টেরাকোটার কাজ। থিমের আদলে প্রতিমা তৈরি করছেন কলকাতার শিল্পী প্রদীপ পাল। পুজো কমিটির সম্পাদক অভিজিৎ নন্দী জানান, ”সাক্ষী যখন ইতিহাস, সৃষ্টি তখন বর্তমান – এই ভাবনা পুজোয় তুলে ধরা হচ্ছে। আশা করি দর্শনার্থীদের মন জয় করবে আমাদের পুজো।” মধ্যমগ্রামের বিধানপল্লি বারোয়ারিতলা এবং পূর্বাশা যুব পরিষদ তাদের মণ্ডপ তৈরি করছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত শিবের আদি যোগী রূপের আদলে। আদি যোগী মণ্ডপের উচ্চতা ৬০ ফুট, চওড়া ৪০ফুট। মণ্ডপের ভিতরকার সজ্জায় থাকছে ১২টি জ্যোতির্লিঙ্গের ইতিহাস। থিমের আদলেই প্রতিমা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লেজার শো। পূর্বাশা যুব পরিষদের কালীপুজোর ৩৫তম বর্ষের আদি যোগী রূপের মন্ডপের উচ্চতা ৬১ফুট। থাকছে লাইট, সাউন্ডের এফেক্ট। মধ্যমগ্রামে মেঘদূত শক্তি সংঘের ৫২তম বর্ষের কালীপুজোর মণ্ডপে রাজ্যের ২৩টি জেলার কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, দ্রষ্টব্য স্থান-সহ নানাবিধ তথ্য খুঁটিনাটি তথ্য তুলে ধরেছেন উদ্যোক্তারা।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) পুজো বলে পরিচিত মধ্যমগ্রাম মাইকেলনগরের নেতাজি সংঘের কালীপুজো। এবছর তাদের ৫৩ বছরের পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে গুজরাটের একটি মন্দিরের আদলে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের মা কালী এবং তারাপীঠের মায়ের রূপ দেখা যাবে মণ্ডপের অন্দরে। পুজো কমিটির কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ বলেন, পুজোর কটা দিন কলকাতার নামী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দোহারিয়া শৈলেশনগর যুবক সংঘের ৫৯বর্ষের থিম হিরক রাজার দেশে। থাকছে চন্দনগরের আলোকসজ্জা। দার্জিলিংয়ের ডাউ হিলের ভৌতিক পরিবেশ তুলে ধরছে মধ্যমগ্রাম মৈত্রী সংঘ। তাদের ২৪তম বর্ষের এই পুজো দর্শনার্থীদের মোহিত করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার