shono
Advertisement
Kali Puja

'মায়ের আঁচল'! বারাকপুরের মণিরামপুরের কালীপুজোয় মণ্ডপ সাজবে চারশো শাড়িতে

খাদ্য, বস্ত্র বাসস্থানের জন্য নারীদের লড়াই ফুটিয়ে তোলা হবে মণ্ডপে।
Published By: Biswadip DeyPosted: 04:43 PM Oct 29, 2024Updated: 04:48 PM Oct 29, 2024

স্টাফ রিপোর্টার, বারাকপুর: দীপাবলিতে এবার উত্তর ২৪ পরগনা জেলায় অন্যতম আকর্ষণ হতে চলেছে শাড়ির আঁচলে তৈরি মণ্ডপ। বারাকপুরের মণিরামপুরের বটতলা স্পোর্টিং ক্লাবের ৬৭তম বর্ষের এবারের থিম 'মায়ের আঁচল'। তাই গোটা মণ্ডপটাই তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের চারশো শাড়ির আঁচল দিয়ে।

Advertisement

পুজোর আয়োজনের শুরুতে থিমের মাধ্যমে মায়েদের জীবনযুদ্ধের কাহিনি তুলে ধরার ভাবনা ভাবনা নিয়েছিল পুজো কমিটি। এই সংক্রান্ত খোঁজ নিতে গিয়ে উদ্যোক্তারা জানতে পারেন কলকাতার বাঘা যতীন, বেহালা ও টালিগঞ্জ চত্বরে এখনও তিনজন মহিলা রিকশা চালক রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। থিমের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানতেই উদ্যোক্তারা ঠিক করেন, এই মায়েদের রিকশা চালিয়ে সংসার চালানোর জীবন সংগ্রাম প্রোজেকশনের মাধ্যমে মণ্ডপে দেখানো হবে। থিমকে জীবন্ত করে তুলতে লাইভ মডেল হিসাবে সাত-আট জন মহিলাও রিকশা চালাবে মণ্ডপে।

পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তপোব্রত মুখোপাধ্যায় বলেন, "নারী বলে এরা পিছিয়ে নেই। সংসার চালাতে, ছেলেমেয়েদের পড়াশোনা করাতে তারাও পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে কঠোর পরিশ্রম করে উপার্জন করে যাচ্ছেন। তাই তাদের শ্রদ্ধা জানাতেই এই ভাবনা।" শিল্পী বিভাস মুখোপাধ্যায় বলেন, "মণ্ডপ আটটি বিভাগে ভাগ করা হচ্ছে। প্রাথমিক চাহিদা খাদ্য, বস্ত্র বাসস্থানের জন্য নারীদের লড়াই থিমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু মূল ভাবনা মায়েদের লড়াই তাই মাতৃ প্রতিমার পাশেই অধিষ্ঠিত থাকবেন রামকৃষ্ণ পরমহংসদেব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীপাবলিতে এবার উত্তর ২৪ পরগনা জেলায় অন্যতম আকর্ষণ হতে চলেছে শাড়ির আঁচলে তৈরি মণ্ডপ।
  • বারাকপুরের মণিরামপুরের বটতলা স্পোর্টিং ক্লাবের ৬৭তম বর্ষের এবারের থিম 'মায়ের আঁচল'।
  • তাই গোটা মণ্ডপটাই তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের চারশো শাড়ির আঁচল দিয়ে।
Advertisement