সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিয়াগঞ্জে (Kaliaganj)নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় সিট (SIT)গঠন করে দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন (Damayanti Sen)ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাসকে নিয়ে তৈরি হল সিট। ৩ সদস্যের সিটে আধিকারিকদের নির্বাচিত করেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। হাই কোর্টের (Calcutta HC) নজরদারিতে কাজ করবে বিশেষ তদন্তকারী দল।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে।সিবিআই (CBl) তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা হয়। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি বিচারাধীন। বৃহস্পতিবার বিচারপতি সিবিআই তদন্তের আরজি খারিজ করে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে দেন। তিন সদস্যের সিটে রয়েছেন দুঁদে আইপিএস দময়ন্তী সেন, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস ও রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
[আরও পড়ুন: হাই কোর্টের প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান, সামনের সারিতে বসে ‘নিদ্রা’মগ্ন শুভেন্দু!]
বিচারপতির আরও নির্দেশ, হাই কোর্টের নজরদারিতে তদন্ত করবে সিট। সমস্ত নথিপত্র সিটের হাতে তুলে দেবে পুলিশ, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন মনে করলে সিটের সদস্যরা দ্বিতীয়বার ময়নাতদন্ত (Post Mortem) করতে পারেন। তবে তদন্ত চলাকালীন কোথাও কোনও ইন্টারভিউ (Interview) দিতে পারবেন না। আগামী ২৮ জুনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সিটকে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।