সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাশকতার ছক! রেললাইনের উপর পড়ে রয়েছে আস্ত গ্যাসের সিলিন্ডার, পাশে পেট্রলের বোতল দেশলাই বাক্স। সেই গ্যাসের সিলিন্ডারে সজোরে ধাক্কা যাত্রিবাহী কালিন্দি এক্সপ্রেসের। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির উদ্দেশে যাওয়ার সময় কানপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রেললাইনের উপর কারা এই বিস্ফোরক রাখল তার তদন্ত শুরু হয়েছে।
রবিবার রাত ৮টা নাগাদ কানপুরের কাছে গ্যাসের সিলিন্ডারে সজোরে ধাক্কা মারে কালিন্দি এক্সপ্রেসের। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষা হয়। এই সংঘর্ষের পর প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। খবর পেয়ে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দেখা যায়, লাইনের উপর বোতলবন্দি অবস্থায় পড়ে রয়েছে পেট্রল জাতীয় তরল ও দেশলাই বাক্স। পাশাপাশি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৫০ মিটার দূরে ছিটকে পড়ে রয়েছে গ্যাস সিলিন্ডারটি। পাশের এক ঝোপে বেশ কয়েকজন যে বসে ছিল সে প্রমাণও পাওয়া গিয়েছে। এই ঘটনায় তদন্তকারীদের প্রাথমিক ধারণা ট্রেনটিকে দুর্ঘটনার মুখে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল।
[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স! ভারতে সংক্রমণ ঠেকাতে নয়া নির্দেশিকা কেন্দ্রের]
যদিও রেল পুলিশের তরফে নিশ্চিতভাবে এখনও কিছুই জানানো হয়নি। তবে এই ঘটনার পিছনে যে নাশকতার পরিকল্পনা রয়েছে সে আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। রেল কর্তাদের তরফে জানানো হয়েছে, বোতলের মধ্যে যে তরল পাওয়া গিয়েছে তা আদৌ পেট্রল কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমানে সেটি পেট্রল বলেই মনে করা হচ্ছে। এছাড়া সে সব বিস্ফোরক পাওয়া গিয়েছে তা বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে।
[আরও পড়ুন: এবার ভারতে থাবা মাঙ্কিপক্সের! বিদেশফেরত যুবককে নিয়ে বাড়ছে আশঙ্কা]
রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ট্রেন না থামালে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্রেন লাইচ্যুত বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাও অস্বাভাবিক ছিল না। লাইন পরিষ্কার করার পর ফের রওনা দেয় ট্রেনটি। উত্তর-পূর্ব রেল এবং রেলপুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।