shono
Advertisement

Breaking News

কংগ্রেস ছাড়ছেন কমল নাথ? জল্পনার মাঝেই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ঘনিষ্ঠ নেতা

বিজেপিতে যোগ দিতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, শোনা গিয়েছিল জল্পনা। ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লিতে চলেও গিয়েছিলেন কংগ্রেস নেতা। দলীয় হাইকমান্ড তাঁকে মোটেও গুরুত্ব দিচ্ছে না, সেই দাবিতে সরব হয়েছিলেন কমলের ঘনিষ্ঠরা। তবে দিনভর জল্পনার পরে জানা গেল, আপাতত কোন পথে এগোবে কমলের রাজনীতি।
Posted: 09:30 PM Feb 18, 2024Updated: 09:34 PM Feb 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত কংগ্রেস (Congress) ছাড়ছেন না কমল নাথ। রবিবার দিনভর জল্পনার পরে এই কথা জানিয়ে দিলেন তাঁর অনুগামী সজ্জন সিং ভার্মা। শনিবার ছেলেকে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন কমল নাথ। তার পর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Advertisement

শুক্রবার থেকে শনিবার। গত দুদিন দিনভর কমলকে (Kamal Nath) নিয়ে জল্পনা চলেছে। শোনা গিয়েছে, দলের কাজকর্মে তিনি অখুশি। বর্ষীয়ান নেতা মনে করছেন, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত। দলের রাশ আর তাঁর হাতে নেই। দল চালাচ্ছেন জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালারা। বিশ্লেষকদের অনুমান, সেই ক্ষোভেই ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লিতে গিয়েছেন কমল।

[আরও পড়ুন: বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে সন্দেশখালি ইস্যু, মমতার সমালোচনা অমিত শাহ, অগ্নিমিত্রার

তার পর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার গেরুয়া শিবিরে যোগ দেবেন কমল নাথ? রবিবার এই জল্পনা চলতে থেকে দিল্লিতে। শোনা যায়, বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়েই যোগ দেবেন বিজেপিতে। পরিস্থিতি আরও ঘোরাল করে কমলের অনুগামী নেতা দীপক সাক্সেনা বলেন, গত বছরের বিধানসভা নির্বাচনের পর থেকেই কমলের সঙ্গে ভালো ব্যবহার করছে না দলীয় হাইকম্যান্ড।

তবে দিনভর জল্পনার পরে সাংবাদিকদের মুখোমুখি হন কমলের আরেক অনুগামী সজ্জন। সাফ জানিয়ে দেন, “ওনার সঙ্গে কথা হয়েছে। কমলজি জানিয়েছেন আপাতত তাঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসন। জাতপাতের সমীকরণ এই আসনগুলোতে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা নিয়েই চিন্তা করছেন। দল ছাড়ার বিষয়টি নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি।” তবে এই মন্তব্যের পরেও জল্পনা থামেনি। দলীয় নেতৃত্বের প্রতি কমলের অসন্তোষ কমেছে কিনা, জানা নেই।

[আরও পড়ুন: ‘কংগ্রেসের সঙ্গে সমঝোতাতেই পাঞ্জাবে আপের একলা চলো’, অশান্তির মাঝে সাফাই কেজরির?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement