সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন শীর্ষ কংগ্রেস নেতা কমলনাথ৷ সূত্রের খবর, তাঁর নামেই সিলমোহর দিয়েছে কংগ্রেসের হাই কমান্ড৷ মঙ্গলবার বিধানসভার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল৷ কমলনাথের পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে উঠে আসছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও৷ কিন্তু অবশেষে তারুণ্যকে পিছনে ফেলে জয় হল অভিজ্ঞতার৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কুর্সিতে বসতে চলেছেন কমলনাথ৷
[ঘোরতর সমালোচনার পরও দুই রাজ্যে কংগ্রেসকে সমর্থন মায়াবতীর]
মধ্যপ্রদেশে কমলনাথের নেতৃত্বে নির্বাচন লড়েছে কংগ্রেস। তাছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতির পিছনে সমর্থন রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের গোষ্ঠীরও। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে যুক্ত থাকা কমলনাথের জন্য এটিই ছিল মুখ্যমন্ত্রী হওয়ার শেষ সুযোগ। অন্যদিকে রয়েছেন তরুণ তুর্কি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ পরিবারের ছেলে সিন্ধিয়া মধ্যপ্রদেশের তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। তাছাড়া প্রচারেও রাহুল গান্ধীর পর সবচেয়ে বেশি সাড়া ফেলেছিলেন তিনিই। অনেকে বলেন, মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রচারের অঘোষিত মুখ ছিলেন সিন্ধিয়াই। তাই মুখ্যমন্ত্রী পদের জোরালো দাবিদার ছিলেন তিনিও।
[রাজস্থানে পরাজিত ভারতের প্রথম গো-মন্ত্রী]
মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর কাছে মূল সমস্যা ছিল দুটি। এক, নবীন-প্রবীণ দুই গোষ্ঠীর এই বিবাদে তিনি যে পক্ষই নেন অসন্তুষ্ট হতে পারে অপর পক্ষ। আর দ্বিতীয়টি আরও গুরুতর। রাজস্থান বা মধ্যপ্রদেশ কোনও রাজ্যেই বিশাল ব্যবধানে জেতেনি কংগ্রেস। তাই দলের কোনও এক গোষ্ঠীর বিধায়করা বিমুখ হলে সরকার চালাতে সমস্যা হবে। দেখার বিষয় ছিল রাহুল কীভাবে এই জটিলতা কাটিয়ে গোটা দলকে একত্রিত করেন। অবশেষে দেখা গেল কমলনাথের উপরে ভরসা রাখলেন কংগ্রেস সভাপতি৷
The post অভিজ্ঞতাতেই ভরসা রাহুলের, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন কমলনাথ appeared first on Sangbad Pratidin.