সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরকাণ্ডে বাংলাজুড়ে গরম আবহাওয়ার মাঝেই দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় বেজায় খুশি পুজো কমিটিগুলো। কারণ এবার পুজোর অনুদান একলাফে ৬০ হাজার থেকে বেড়ে ৭০ হাজারে দাঁড়িয়েছে। ছাড় দেওয়া হয়েছে বিদ্যুতের বিলেও। আর মুখ্যমন্ত্রীর এমন দরাজ ঘোষণায় যখন খুশির হাওয়া রাজ্যের পাড়া-ক্লাবগুলিতে, ঠিক সেইসময়েই রাজ্য সরকারের পুজোর অনুদান নিয়ে বিঁধলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
বামপন্থী মনোভাবাপন্ন পরিচালক যে কোনও ইস্যুতেই বিজেপি কিংবা তৃণমূলকে বিঁধতে ছাড়েন না। দিন দুয়েক আগে যাদবপুরের নয়া উপাচার্যকে সংঘ পরিবারের সদস্য বলে কটাক্ষ করেছিলেন, এবার পুজোর অনুদান নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: শাবানা আজমির নাম করে সাইবার ক্রাইম, অনুরাগীদের সাবধান করলেন অভিনেত্রী]
পুজোর এমন বিরাট অনুদান নিয়ে তৃণমূল সরকারকে বিঁধে পরিচালকের মন্তব্য, “৭০ হাজারে দুঃস্থদের স্কুলে বই বিলি করা যেত।” শুধু তাই নয়, ওই ফেসবুক পোস্টেই রাজ্যের শিক্ষাঙ্গনে আর্থিক কেলেঙ্কারির প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, রাজ্যের নেতামন্ত্রীদের অনেকের ত্বত্তাবধানেই বড় বাজেটের পুজো হয়। সেই প্রেক্ষিতেই কমলেশ্বরের কটাক্ষ, “সব বড় ক্লাবের পুজোর বাজেট লক্ষ বা কোটিতে হয়। আর পুজোর দাদার খাটের নিচেই কয়েকশো কোটি থাকে।”