shono
Advertisement

Breaking News

Sreemoyee Chattoraj

আচমকাই অসুস্থ কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী, ভর্তি হাসপাতালে

এই মুহূর্তে সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শ্রীময়ী।
Posted: 04:55 PM Apr 25, 2024Updated: 07:23 PM Apr 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই কাঞ্চন মল্লিক নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick) প্রচারে যেতে ‘বাধা’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! উত্তরপাড়ার বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাংসদের বিরুদ্ধে। ফোনে সংবাদ প্রতিদিন ডট ইন-কে কাঞ্চন বলেন, “আমাকে নামিয়ে দেননি। আমি যখন উঠলাম তখন বললেন, ‘গ্রামে প্রচারে যেও না। গ্রামের লোকেরা তোমাকে দেখলে রিঅ্যাক্ট করছে। সরি টু সে । আমাকে ভোটটা করতে দাও।’ আমাকে বলেছে, আমি নেমে গেছি। কারণ দেখো, ওঁর ভোটপ্রচারের কী স্ট্র্যাটেজি জানি না।” একইসঙ্গে তাঁর দাবি,”দলীয় প্রচারে গেছি। লোকসভার প্রার্থীর প্রচারে গেছিলাম। বলেছেন নেমে যেতে, নেমে গেছি।” ঠিক এই বিতর্কের মাঝেই হঠাৎই খবরে চলে এলেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী। কারণ, এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে মা হিসেবে ইতিহাস বাঁধনের, প্রথম মহিলা যিনি পেলেন সন্তানের পূর্ণ অভিভাবকত্ব]

তা কী হয়েছে কাঞ্চনের স্ত্রীয়ের?

জানা গিয়েছে, প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছেন শ্রীময়ী। ৪২ ডিগ্রী তাপমাত্রাতেই শ্যুটিং, এর জেরেই ডিহাইড্রেশনন হয়ে গিয়েছে তাঁর। সঙ্গে পেটে অসহ্য ব্যথা, রক্তচাপ ও সুগার কমে কেলেঙ্কারি কাণ্ড ঘটেছিল শনিবার রাতে। শ্রীময়ী জানিয়েছেন, ‘শনিবার রাতে শ্যুটিং করে বাড়ি ফেরার সময়ই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে। তখন অস্বস্তি হতে থাকে। সারাদিন ওআরএস খেয়েছি। এরপর রবিবার দিন রাতে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে চোখে ঝাপসা দেখছি। মাথা ঘুরছিল খুব।’ এই মুহূর্তে সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শ্রীময়ী।

[আরও পড়ুন: চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা! বালুরঘাটে প্রচারে গিয়ে কী ঘটল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৪২ ডিগ্রী তাপমাত্রাতেই শ্যুটিং, এর জেরেই ডিহাইড্রেশনন হয়ে গিয়েছে তাঁর।
  • ওঁর ভোটপ্রচারের কী স্ট্র্যাটেজি জানি না।” একইসঙ্গে তাঁর দাবি,”দলীয় প্রচারে গেছি।
Advertisement