shono
Advertisement

ICC টেস্ট ব়্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি রাহানে-অশ্বিনের, শীর্ষে যাওয়ার সুযোগ হারালেন বিরাট

র‍্যাঙ্কিংয়ে উন্নতি অশ্বিন-বুমরাহদেরও।
Posted: 03:53 PM Dec 31, 2020Updated: 06:55 PM Dec 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন সদ্যই আইসিসির দশক সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আরেকজন নির্বাচিত হয়েছেন দশক সেরা টেস্ট ক্রিকেটার। কিন্তু বছর শেষে দুজনকেই টপকে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ‘মিস্টার ডিপেন্ডেবল’ কেন উইলিয়ামসন (Kane Williamson)। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকে বছর শেষ করলেন কেন। খারাপ ফর্মের জন্য শীর্ষস্থান থেকে সোজা ৩ নম্বরে নেমে গেলেন স্মিথ (Steve Smith)। বিরাট রইলেন দু’নম্বরেই।

Advertisement

সেই ২০১৫ সাল থেকেই বিরাট (Virat Kohli) বা স্মিথ টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে এসেছেন। তার আগে কিছুদিন কেন সবার উপরে ছিলেন বটে। তবে টানা পাঁচ বছর স্মিথ আর বিরাটই ছিলেন রাজা। কিন্তু দশকের শেষদিনে এসে দু’জনকেই চমকে দিলেন কিউয়ি তারকা। পাকিস্তানের বিরুদ্ধে ১২৯ রানের ঝকঝকে ইনিংস খেলে একলাফে তিন নম্বর থেকে শীর্ষে উঠে এসেছেন তিনি। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে দুই টেস্টে রান না পাওয়ায় ১১ রেটিং পয়েন্ট কাটা গিয়েছে স্মিথের। স্মিথের খারাপ ফর্মের সুযোগে শীর্ষস্থানে উঠে আসার সুযোগ বিরাট কোহলির কাছেও ছিল। কিন্তু পিতৃত্বকালীন ছুটির জন্য মেলবোর্ন টেস্টে খেলেননি তিনি। তাই বিরাটকে সন্তুষ্ট থাকতে হয়েছে দ্বিতীয় স্থানেই।

[আরও পড়ুন: চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই দেশে ফিরলেন উমেশ, পরিবর্ত খুঁজছে ভারত]

এদিকে, মেলবোর্নে দুর্দান্ত শতরান করে টেস্ট ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন এই মুহূর্তের ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। একলাফে ৫ ধাপ পেরিয়ে আপাতত তালিকায় ষষ্ঠস্থানে তিনি। ভারতীয়দের মধ্যে দু’ধাপ পিছিয়ে গিয়েছেন পূজারা। তিনি এখন আছেন দশম স্থানে। বোলারদের মধ্যে মেলবোর্নে পাঁচ উইকেট পাওয়া অশ্বিন দু’ধাপ উপরে উঠলেন। আপাতত সপ্তম স্থানে তিনি। বুমরাহ উঠে এসেছেন নবম স্থানে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এখনও সপ্তম স্থানে জাদেজা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement