সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা বিজয় ওয়াড়েত্তিয়ার দাবি করেছিলেন, "গোমাংস ভক্ষণ করেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।" অভিনেত্রী বিজেপি প্রার্থী হওয়া মাত্রই তাঁর অতীতের এক মন্তব্য টেনে কটাক্ষ করেছিলেন কং নেতা। এরপরই আরেক কং নেতা বিক্রমাদিত্য সিংয়ের আক্রমণ, "দেবভূমিতে গোমাংস ভক্ষণকারীকে টিকিট দিয়েছে বিজেপি।" লোকসভা ভোটের মুখে দুই বিরোধী শিবির একে-অপরের দিকে কালি ছেটাতে গিয়ে যে সমস্ত মন্তব্য করছে, তাতেই রাজনৈতিক মহলের অন্দরে শোরগোল। এবার 'গোমাংস ভক্ষণকারী' কটাক্ষ শুনতেই কংগ্রেসের দিকে পালটা তোপ দাগলেন কঙ্গনা রানাউত।
হিমাচল প্রদেশের মাণ্ডির তারকা পদ্মপ্রার্থী সাফ জানালেন, "গোমাংস কেন আমি কোনওরকম রেড মিট পর্যন্ত খাই না। আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব রটানো হচ্ছে। ভীষণ লজ্জার!" এরপরই ইনস্টা স্টোরিতে নবাগতা নেত্রী-অভিনেত্রীর মন্তব্য,
"আমি বহু বছর ধরে যোগ এবং আয়ুর্বেদিক জীবনযাপন করে আসছি। এসবের হয়ে প্রচারও করেছি। এই ধরনের কৌশল আমার ভাবমূর্তি নষ্ট করবে না। আমার কাছের মানুষেরা জানেন যে আমি একজন গর্বিত হিন্দু এবং আমাকে কোনও কিছুই বিচলিত করতে পারবে না। জয় শ্রীরাম।"
দিন কয়েক আগের কথা। কঙ্গনার এক পুরনো মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা বিজয় ওয়াড়েত্তিয়ার। তাঁর দাবি, "কঙ্গনা নিজেই গোমাংস খাওয়ার কথা বলেছিলেন। এমনকী এই মাংস তিনি পছন্দও করেন।" ওদিকে আরেক কং নেতা বিক্রমাদিত্য তারকা বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে বলেন, "হিমাচল দেবদেবীদের পবিত্র স্থান। দেবভূমি বলা হয়। এখানে গোমাংস ভক্ষণকারীরা ভোটে লড়ছেন। এটা কিন্তু হিন্দু সংস্কৃতির জন্য ভীষণ উদ্বেগের। যার রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই সেও টিকিট পাচ্ছে।" এরপরই রণংদেহি মেজাজে মাঠে নামলেন কঙ্গনা রানাউত। কংগ্রেসকে পালটা দিলেন।
[আরও পড়ুন: বিজেপির প্রার্থী হয়েই ৩ কোটির গাড়ি কিনলেন কঙ্গনা, ‘হাঁ’ করে দেখল মুম্বই]
সম্প্রতি হেমা মালিনী সম্পর্কে কংগ্রেস নেতা রণদীপ সুরযেওয়ালার মন্তব্যেও পালটা ঝাঁজিয়ে ওঠেন কঙ্গনা রানাউত। দলের 'অগ্রজ'র অপমান মুখ বুজে সহ্য করেননি তিনি। বলেন, "তরুণী দেখলে তাঁদের শরীর নিয়ে কথা বলে। আর ৭৫ বছর বয়সি একজন সিনিয়র মহিলা যিনি ভারতনাট্যম নৃত্যশিল্পী, তাঁকেও নাচিয়ে বলে অপমান করছে। একজন বয়স্ক মহিলাকেও ছাড় দিল না ওরা।" ভোটের আবহে পদ্ম শিবিরের মহিলা প্রার্থীদের কখনও ‘যৌনকর্মী’, কখনও ‘নাচিয়ে’ কিংবা আরও কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে বিরোধী শিবির কংগ্রেসের বিরুদ্ধে।