সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ব্যক্তিগত জীবন, যৌনতা, চাওয়া-পাওয়া নিয়ে বরাবরই সরব অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ আর এবার শরীরী অনুভূতি নিয়ে আবারও সরব হলেন অভিনেত্রী৷ নিজের দর্শকদের রতিসুখ পাওয়ার উপায় বাতলালেন৷ সিনেপ্রেমীরা তাঁর আগামী ছবি ‘রেঙ্গুন’ দেখে রতিসুখ পাবেন, এমনই দাবি তাঁর৷
বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন সইফ আলি খান এবং শাহিদ কাপুর৷ ‘হায়দার’ ছবি দর্শকদের মন জয় করার পর এবার একেবারে নিজস্ব প্রোজেক্ট নিয়ে হাজির হচ্ছেন পরিচালক৷
এই ছবিতে কাজ করে কেমন লেগেছে কঙ্গনার? ছবির গল্প কেমন লেগেছে? এই প্রশ্নই করা হয়েছিল অভিনেত্রীকে৷ আর স্বভাববশত অভিনেত্রী দিলেনও আজব উত্তর৷ বললেন, “অদ্ভুত সুন্দর একটি ছবি রেঙ্গুন৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি৷ ছবি নিয়ে ঠিক কী বলব বুঝতে পারছি না৷ খুব সুন্দর একটি ছবি এটি৷ বলতে পারি সিনেপ্রেমীরা রতিসুখ পাবেন রেঙ্গুন দেখে৷”
এখন ‘রেঙ্গুন’ কতটা রতিসুখ দিতে পারে দর্শকদের, তা বলবে সময়!
The post ছবির মাধ্যমে ‘রতিসুখ’ দেবেন কঙ্গনা! appeared first on Sangbad Pratidin.