shono
Advertisement

ছবির মাধ্যমে ‘রতিসুখ’ দেবেন কঙ্গনা!

‘রেঙ্গুন’ কতটা রতিসুখ দিতে পারে দর্শকদের, তা বলবে সময়! The post ছবির মাধ্যমে ‘রতিসুখ’ দেবেন কঙ্গনা! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:12 PM Sep 13, 2016Updated: 04:42 PM Sep 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ব্যক্তিগত জীবন, যৌনতা, চাওয়া-পাওয়া নিয়ে বরাবরই সরব অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ আর এবার শরীরী অনুভূতি নিয়ে আবারও সরব হলেন অভিনেত্রী৷ নিজের দর্শকদের রতিসুখ পাওয়ার উপায় বাতলালেন৷ সিনেপ্রেমীরা তাঁর আগামী ছবি ‘রেঙ্গুন’ দেখে রতিসুখ পাবেন, এমনই দাবি তাঁর৷

Advertisement

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন সইফ আলি খান এবং শাহিদ কাপুর৷ ‘হায়দার’ ছবি দর্শকদের মন জয় করার পর এবার একেবারে নিজস্ব প্রোজেক্ট নিয়ে হাজির হচ্ছেন পরিচালক৷

এই ছবিতে কাজ করে কেমন লেগেছে কঙ্গনার? ছবির গল্প কেমন লেগেছে? এই প্রশ্নই করা হয়েছিল অভিনেত্রীকে৷ আর স্বভাববশত অভিনেত্রী দিলেনও আজব উত্তর৷ বললেন, “অদ্ভুত সুন্দর একটি ছবি রেঙ্গুন৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি৷ ছবি নিয়ে ঠিক কী বলব বুঝতে পারছি না৷ খুব সুন্দর একটি ছবি এটি৷ বলতে পারি সিনেপ্রেমীরা রতিসুখ পাবেন রেঙ্গুন দেখে৷”

এখন ‘রেঙ্গুন’ কতটা রতিসুখ দিতে পারে দর্শকদের, তা বলবে সময়!

The post ছবির মাধ্যমে ‘রতিসুখ’ দেবেন কঙ্গনা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement