সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাবণ দহন করতে গিয়েছিলেন। অথচ ঠিক মতো ধনুকই চালাতে পারলেন না কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এমনই খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতেই কটাক্ষের পালা শুরু হয়ে গিয়েছে।
দিল্লির লব কুশ রামলীলা ময়দানে কঙ্গনাকে রাবণ দহন করার আমন্ত্রণ জানানো হয়েছিল। এই প্রথম কোনও মহিলা এই রামলীলায় রাবণ দমনের দায়িত্ব পান। লাল শাড়ি পরে সেজেগুজে মঞ্চে যান অভিনেত্রী। তাঁর হাতে দেওয়া হয় ধনুক আর বাণ। তা চালাতেই নাজেহাল অবস্থা। কোনওভাবে জ্যায়ে বাণটি লাগাতে পারলেও তা চালাতে পারেননি কঙ্গনা। সোশাল মিডিয়ায় এখনই খবর ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়েছে ভিডিও।
[আরও পড়ুন: পাঁচদিনেই ৩ কোটির বেশি ব্যবসা করল ‘দশম অবতার’, পুজোর বক্স অফিসে বাজিমাত সৃজিতের ছবির!]
অবশ্য পরিস্থিতি হাসি মুখেই সামাল দিয়েছেন কঙ্গনা। ধনুক ছেড়ে মাইক হাতে তুলে নিয়ে দিয়েছেন ‘জয় শ্রীরাম’ স্লোগান। অভিনেত্রীর বক্তব্য, ভারতের সবচেয়ে বড় হিরো রামচন্দ্র। তাঁর কথায়, “রাম আছেন তো আমি আছি, রাম নেই তো আমি নেই।”
এতে অবশ্য নেটিজেনদের একাংশের মন গলেনি। একজন লেখেন, “বাণ চালাতে ব্যর্থ হওয়ার পরও জয় শ্রীরাম বলার আত্মবিশ্বাসটা একবার দেখুন, এই জন্যই তো উনি (কঙ্গনা) সাহসী ক্যুইন। কোনও স্বাভাবিক মনের মানুষ হলে লজ্জায় লাল হয়ে যেত, কিন্তু ওনার মতো সাহসী মানুষ হননি।”