shono
Advertisement

‘ভরতনাট্যমে তো অষ্টরম্ভা’! ‘চন্দ্রমুখী ২’র গানে কঙ্গনার নাচ দেখে তুমুল কটাক্ষ

সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'চন্দ্রমুখী ২' ছবির গান।
Posted: 02:04 PM Aug 14, 2023Updated: 02:04 PM Aug 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চন্দ্রমুখী ২’র নতুন গান ‘স্বাগতাঞ্জলী’র সুবাদে ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত। তবে নেটিজেনরা এবার প্রশংসার পরিবর্তে তুমুল কটাক্ষে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। সেই গানের ঝলকে কঙ্গনার ভরতনাট্যম দেখে উড়ে এসেছে একের পর এক কটাক্ষবাণ। নেটপাড়ার নীতিপুলিশদের মন্তব্য, ‘ভরতনাট্যমে একেবারে অষ্টরম্ভা’।

Advertisement

দিন কয়েক আগেই ‘চন্দ্রমুখী ২’ ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে শাড়ি, গয়নায় অভিনেত্রীকে এক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে। তবে পয়লা ঝলকে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেও বলিউড অভিনেত্রীর নাচ দেখে ততোধিক বিরক্ত নেটপাড়া। অতঃপর মারাত্মক ট্রোলের সম্মুখীনও হতে হল অভিনেত্রীকে।

কঙ্গনার উদ্দেশে কেউ বলছেন, ‘আমার ১৭ বছরের ক্লাসিক্যাল নাচ শেখার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার নাচ দেখে আমার চোখ থেকে রক্ত ঝরছে!’ আবার কারও মন্তব্য, ‘কঙ্গনা আপনি ভাল অভিনেত্রী হতে পারেন, তবে ডান্সার হিসেবে খুব খারাপ।’ কেউ বা আবার ‘চন্দ্রমুখী’র অভিনেত্রী জ্যোতিকার সঙ্গে তুলনা টেনে বলছেন, ‘জ্যোতিকাও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী নন, কিন্তু আপনার থেকে অনেক ভাল নাচ জানেন।’ কারও বা আবার মন্তব্য, ”চন্দ্রমুখী ২’তে দক্ষিণীস্টার অনুষ্কাকে কাস্ট করা উচিত ছিল। কঙ্গনাকে একদম মানাচ্ছে না।’

[আরও পড়ুন: ‘খুনের বিচার চাই’, যাদবপুর পড়ুয়ার মৃত্যুতে পিটিশন দাখিল করে জমায়েতের ডাক ঋতুপর্ণার]

প্রসঙ্গত, ২০২২ সালেই ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার কথা ঘোষণা করেছিলেন কঙ্গনা রানাউত। শোনা গিয়েছিল পি বাসুর ‘চন্দ্রমুখী ২’তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। সুপারহিট তামিল সিনেমার সিক্যুয়েলেই কঙ্গনাকে দেখা যাবে দুর্ধর্ষ ভূমিকায়। যে ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা। পরবর্তীতে সেই ছবির হিন্দি রিমেকে বিদ্যা বালনের অভিনয়ও বেশ প্রশংসিত হয়। ২০২২ সালে তাঁর হিন্দি সিক্যুয়েলে তাব্বুও নজর কাড়েন। এবার সেই সুপারহিট ‘চন্দ্রমুখী’র চরিত্রেই কঙ্গনা রানাউতকে দেখা গেল। তবে তাঁর ভরতনাট্যম নাচ দেখে মনে ধরেনি নেটিজেনদের।

তবে ‘চন্দ্রমুখী ২’ ছবিতে কেমন চমক দেন কঙ্গনা? সেটাই দেখার। তার জন্য অবশ্য চলতি বছরের সেপ্টেম্বর মাস অবধি অপেক্ষা করতে হবে। কারণ সেই মাসেই গণেশ চতুর্থী উপলক্ষে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘চন্দ্রমুখী ২’। তামিল, তেলুগু, মালয়ালম এই তিনটি দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও রিলিজ করবে এই সিনেমা। তার আগেই কটাক্ষের শিকার হতে হল কঙ্গনা রানাউত।

[আরও পড়ুন: আবারও অরিজিৎ-শাহরুখ জুটির ম্যাজিক, ‘জওয়ান’-এর নয়া গানে চুটিয়ে রোম্যান্স বাদশার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement