সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মোদি প্রীতি ও বিরোধীদের বিরুদ্ধে আক্রমণের পুরস্কার স্বরূপ এবার লোকসভায় বিজেপির (BJP) টিকিট পেয়েছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তবে সিনেদুনিয়া থেকে সরাসরি রাজনীতির এঁটেল মাটিতে পা পড়লে পিছলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবং সেটাই হল! ভোটের প্রচারে গিয়ে ভুল করে নিজের দলের নেতাকেই আক্রমণ শানিয়ে রীতিমতো ট্রোলড হলেন কঙ্গনা। আরজেডি নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বিরুদ্ধে কামান দাগতে গিয়ে ভুল করে বিজেপি নেতা তেজস্বী সূর্যকে (Tejasvi Surya) তোপ দেগে বসলেন তিনি।
হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্রে এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন কঙ্গনা রানাওয়াত। নির্বাচনী প্রচারে বেরিয়ে লাগাতার আক্রমণ করছেন কংগ্রেস-সহ বিরোধীদের। কঙ্গনার ভাষণের তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "বিগড়ে যাওয়া রাজকুমারদের কিছু দল রয়েছে দেশে, তা সে রাহুল গান্ধী হোন যিনি চাঁদে আলু ফলাতে চান বা তেজস্বী সূর্য যিনি মাছ খান ও গুণ্ডামি করেন।" আসলে আরজেডি নেতা লালুপুত্র তেজস্বী যাদবকে আক্রমণ শানাতে গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু ভুলবশত যাদবের পরিবর্তে বিজেপি নেতা তেজস্বী সূর্যের নাম বলে ফেলে বিতর্কে জড়ালেন তিনি। এর পরই কঙ্গনার সেই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে তেজস্বী যাদব লেখেন, 'ইয়ে মোহতরমা কৌন হে?' অর্থাৎ 'কে এই মহিলা?'
[আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, স্বামীকে শিকলে বেঁধে ৩ দিন ধরে বেলাগাম মার স্ত্রীর]
প্রসঙ্গত, নবরাত্রির সময় এক ভিডিও পোস্টে আরজেডি নেতা তেজস্বী যাদবকে দেখা যায় মাছ খেতে। তিনি নিজেই সেই ভিডিও পোস্ট করেন এবং মাছ খাওয়ার কথা জানান। যা নিয়ে সুর চড়িয়েছিল বিজেপি। নবরাত্রির সময় আমিষ খাওয়া নিয়ে আরজেডি নেতাকে আক্রমণ শানিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদি। সেই ইস্যু তুলে ধরতে গিয়েই ভুল করে বিজেপি নেতা তেজস্বী সূর্যর নাম নিয়ে ফেলেন কঙ্গনা। তবে ট্রোলড হলেও কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ধার কমেনি অভিনেত্রীর।
[আরও পড়ুন: আরও বিপাকে যৌন হেনস্তায় অভিযুক্ত রেভান্না, এবার ব্লু কর্নার নোটিস জারি করল CBI]
শনিবারও নির্বাচনী প্রচারে গিয়ে জওহরলাল নেহেরুর বাবার কথা তুলে ধরে তাঁকে কড়া সুরে আক্রমণ শানাতে দেখা গিয়েছে অভিনেত্রী প্রার্থীকে। তিনি বলেন, "জহরলাল নেহেরুর বাবা মোতিলাল নেহেরু সেই সময়ের 'আম্বানি' ছিলেন। কিন্তু কেউ জানে না তাঁর কাছে অত সম্পত্তি কোথা থেকে এসেছিল।" স্বাধীনতা সংগ্রামী মোতিলাল নেহেরুকে নিয়ে কঙ্গনার এহেন মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। অভিযোগ করা হয়েছে, দলের বরিষ্ঠ নেতার বিরুদ্ধে 'আপত্তিকর' ও 'অপমানজনক' মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী। একজন স্বাধীনতা সংগ্রামীকে 'শিল্পপতি'র সঙ্গে তুলনা করে তাঁকে ছোট করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কঙ্গনা বরাবরই বিতর্কের শিরোনামে বিচরণ করেন। রাজনীতির ময়দানে নেমেও তার অন্যথা হচ্ছে না।