shono
Advertisement
Kangana Ranaut

জয়ললিতা, ইন্দিরা গান্ধীর পর মমতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা! কী বলছেন বিজেপি সাংসদ?

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতার জুতোয় পা গলাবেন কঙ্গনা রানাউত!
Published By: Sandipta BhanjaPosted: 10:05 AM Sep 02, 2024Updated: 10:05 AM Sep 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'থালাইভি' হোক বা 'এমার্জেন্সি', দাপুটে নেত্রীদের চরিত্রে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) যে মানানসই, তার স্বাক্ষর নিজেই রেখেছেন। 'থালাইভি' ছবিতে জয়ললিতার চরিত্র আত্মস্থ করতে যেমন কোনও কসরত বাকি রাখেননি, তেমনই রুপোলি পর্দায় ইন্দিরা গান্ধীর 'এমার্জেন্সি' পিরিয়ড ফুটিয়ে তুলতে গিয়ে ময়দানে আদা-জল খেয়ে নেমেছিলেন অভিনেত্রী। তবে লাগাতার বিতর্ক, শিখ সম্প্রদায়ের বয়কটের জেরে সেন্সর বোর্ডের কোপে পড়ে আগামী ৬ সেপ্টেম্বর 'এমার্জেন্সি' রিলিজটাই বিশ বাঁও জলে আপাতত! তবে জয়ললিতা, ইন্দিরা গান্ধীর পর কোন মহিলা নেত্রীর জুতোতে পা গলাতে চান কঙ্গনা? প্রশ্ন রাখা হয়েছিল তাঁর কাছে। কী বললেন কঙ্গনা?

Advertisement

বলিউডের পর্দায় বর্তমানে যে বায়োপিকের ভিড়, তা বোধহয় আর আলাদা করে উল্লেখের প্রয়োজন পড়ে না। সে রাজনীতিক হোক কিংবা ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্ব। কঙ্গনা নিজেই ঝাঁসির রানির চরিত্র থেকে কখনও জয়ললিতা আবার কখনও বা প্রস্থেটিক মেকআপের সাহায্যে ইন্দিরা গান্ধী হয়ে উঠেছেন। আর দুই দুঁদে নেত্রীর ভূমিকায় অভিনয় করে তিনি বেজায় খুশি। এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত জানিয়েছেন, "আমার মনে হয় ওঁদের আশীর্বাদ রয়েছে আমার উপর। ওঁরাই হয়তো চেয়েছিলেন যে আমি এই চরিত্রগুলোতে অভিনয় করি। ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের কাহিনি কতজন এর আগে পর্দায় ফুটিতে তুলতে চেয়েছিলেন। কিন্তু সেটা আমার দ্বারাই তৈরি হল। জয়ললিতা, ইন্দিরা গান্ধীরাও হয়তো কোথাও চেয়েছিলেন ওঁদের ভূমিকায় অভিনয় করি। করলাম। আমার কখনও ইন্দিরার চরিত্রে অভিনয় করার ইচ্ছেও ছিল না। মনে হয়েছিল, আমাকে হয়তো কেউ জোর করেই একপ্রকার এই চরিত্রটায় অভিনয় করিয়ে নিলেন।"

[আরও পড়ুন: ‘বিবেক-শিক্ষা হারিয়েছিস! নির্লজ্জ কমেডি…’, বন্ধু কাঞ্চন মল্লিককে ‘ত্যাজ্য’ করলেন সুদীপ্তা]

তাহলে কি এরপর পর্দায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা সমাজবাদী পার্টির মায়াবতী হয়ে ধরা দেবেন কঙ্গনা? সাক্ষাৎকারে প্রশ্ন রাখতেই, বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতার নাম শুনে হেসে ফেলেন কঙ্গনা! সংশ্লিষ্ট বলিউড মাধ্যমকে তিনি জানান, "শিল্পীদের জন্য অসম্ভব কিছুই নয়। তবে হ্যাঁ আমার মনে হয়, আমি মায়াবতীজিকেই বেছে নেব। ওঁর ভূমিকায় অভিনয় করতে মন্দ লাগবে না।" ক্ষুরধার অভিনয়ে রাজনৈতিক ময়দানের চরিত্রদের পর্দায় ফুটিয়ে তুলতে কঙ্গনা রানাউতের জুড়ি মেলা যে ভার, সেটা দর্শক-সমালোচকরা একবাক্যে স্বীকার করেন। তবে বক্স অফিসে বছরখানেক ধরেই তাঁর বিধিবাম। মায়াবতীর ভূমিকায় কবে অভিনয় করবেন বিজেপির তারকা সাংসদ? ভবিষ্যতের গ৪ভেই লুকিয়ে সেই উত্তর।

[আরও পড়ুন: ‘সরকারি বেতন, বোনাস নেবেন তো?’, ধর্ষকদের ফাঁসি চেয়ে আন্দোলনকারী ডাক্তারদের প্রশ্ন কাঞ্চনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাহলে কি এরপর পর্দায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা সমাজবাদী পার্টির মায়াবতী হয়ে ধরা দেবেন কঙ্গনা?
  • সাক্ষাৎকারে প্রশ্ন রাখতেই, বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতার নাম শুনে হেসে ফেলেন কঙ্গনা!
  • বলিউড মাধ্যমকে তিনি জানান, "শিল্পীদের জন্য অসম্ভব কিছুই নয়। তবে হ্যাঁ আমার মনে হয়, আমি মায়াবতীজিকেই বেছে নেব।"
Advertisement