shono
Advertisement
Kangana Ranaut

৯১ কোটির সম্পত্তি, মোট গয়নার বাজারমূল্য শুনলে চমকাবেন! তবুও বিশাল দেনায় ডুবে কঙ্গনা

দ্বাদশ শ্রেণী পাশ করা কঙ্গনার সম্পত্তির পরিমাণ জানলে চক্ষু চড়কগাছ হবে!
Published By: Sandipta BhanjaPosted: 05:06 PM May 15, 2024Updated: 05:16 PM May 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মি কেরিয়ারে খরার মাঝেই রাজনীতির ময়দানে পা রেখেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। চব্বিশের লোকসভা নির্বাচনে হিমাচলপ্রদেশের মাণ্ডি লোকসভা থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেত্রী। আগামী পয়লা জুন সেই কেন্দ্রে ভোট। তার প্রাক্কালে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন কঙ্গনা। স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! মোট ৯১ কোটি টাকার সম্পত্তি রয়েছে অভিনেত্রীর। তবুও বেশ বড় অঙ্কের দেনায় ডুবে কঙ্গনা রানাউত।

Advertisement

হলফনামায় উল্লেখ, মাণ্ডির বিজেপির স্টার প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৮.৭ কোটি টাকার। তার মধ্যে হাতে নগদ ২ লক্ষ। আর ব্যাঙ্কে যা জমা রয়েছে, তার সঙ্গে বন্ড, এলআইসি সব মিলিয়ে প্রায় ১৪ কোটি ১৮ লক্ষ টাকা। তবে চমকে যাবেন অভিনেত্রীর সংগ্রহে থাকা সোনা-রুপো, হিরের গয়নার বাজারমূল্য শুনলে চমকে যাবেন। ৬.৭ কেজির সোনার গয়না রয়েছে কঙ্গনার কাছে। আর ৬০ কেজি শুধু রুপোরই গয়না! সবমিলিয়ে যার বর্তমান বাজারদর ৫ কোটি ৫০ লক্ষ টাকা। আর অভিনেত্রীর কাছে হিরের গয়না রয়েছে ৩ কোটি টাকার।

[আরও পড়ুন: ‘বাংলায় বলুন…’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ, ভাইরাল ভিডিও]

কঙ্গনার স্থাবর সম্পত্তির পরিমাণ ৬২.৯ কোটি টাকার। হলফনামায় তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় তাঁর সম্পত্তি রয়েছে। মুম্বইতেই ১৬ কোটির তিনটি বাড়ি। মানালিতে যে বাংলো রয়েছে, তার পরিমাণ ১৫ কোটি টাকা। শুধু তাই নয়, চণ্ডীগড়ে ৪টি এবং মুম্বই, মানালি মিলিয়ে ২টি জমি রয়েছে। ৫৮ লক্ষ টাকার একটি বিএমডব্লু, ৩.৯১ কোটি টাকার ২টি মার্সিডিজ এবং ৫৩ হাজারের একটি ভেসপা স্কুটি রয়েছে। কঙ্গনার সম্পত্তির যেন কুল-কিণারা খুঁজে পাওয়া দুষ্কর! তবে ৯১ কোটি টাকার সম্পত্তি থাকলেও অভিনেত্রী যে একটা বড় অঙ্কের দেনায় ডুবে, তা হলফনামাতেই স্বীকার করে নিলেন। মোট সম্পত্তির মতো তাঁর ঋণের পরিমাণও চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো! ১৭ কোটি টাকার দেনা রয়েছে কঙ্গনার। জানা গিয়েছে, ২০২২-২০২৩ বর্ষে কঙ্গনা রানাউতের বার্ষিক আয় ছিল ৪ কোটি। যদিও তার আগের বছর ১২.৩ কোটি টাকা উপার্জন করে ফেলেছেন তিনি। দ্বাদশ শ্রেণী পর্যন্তই পড়াশোনা করেছেন কঙ্গনা রানাউত।

[আরও পড়ুন: কেন মাতৃদিবসেই ছেলের ছবি পোস্ট করলেন? জানালেন নুসরত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হলফনামায় উল্লেখ, মাণ্ডির বিজেপির স্টার প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৮.৭ কোটি টাকার।
  • কঙ্গনার স্থাবর সম্পত্তির পরিমাণ ৬২.৯ কোটি টাকার।
  • ১৭ কোটি টাকার দেনা রয়েছে কঙ্গনার।
Advertisement