সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে বড় অঙ্কের মানহানি মামলায় জড়ালেন কঙ্গনা রানাউত। "দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিস্টান", দিন কয়েক আগেই রাহুল গান্ধীকে জাত তুলে 'জগাখিচুড়ি' বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, কংগ্রেস নেতাকে উপহাস করতে গিয়ে তাঁর বিকৃত ছবি শেয়ার করেও আক্রমণ করেছিলেন। যেখানে রাহুল গান্ধীর (Rahul Gandhi) মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের 'ক্রস' লকেট ঝুলতে দেখা গিয়েছিল। সেই ছবি শেয়ার করেই এবার আইনি বিপাকে পড়লেন কঙ্গনা (Kangana Ranaut)।
৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হল মাণ্ডির বিজেপি তারকা সাংসদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন। মামলাকারী আইনজীবীর দাবি, একজন সাংসদ হয়েও কারও অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা। সেই জন্যই আবারও মানহানি মামলায় বিপাকে জড়ালেন কঙ্গনা। ইতিমধ্যোই নোটিস পাঠানো হয়েছে তারকা সাংসদকে।
[আরও পড়ুন: অলিম্পিকে সোনাজয়ী নাদিমকে ১০ লক্ষ পাক অভিনেতা জাফরের, ভারতকে পরাস্ত করার ‘প্রাইজ’?]
এর আগে জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যে দাবি করায়। এবার রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জেরে ফের মানহানি মামলা দায়ের হল সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মন্তব্য ঘিরে মঙ্গলবারই উত্তাল হয়েছিল লোকসভা। যে ‘ঘৃণাভাষণ’কে সমর্থন করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর মতে সায় দিতেই আরও বিস্ফোরক পোস্ট করেন কঙ্গনা রানাউত। কঙ্গনা লেখেন, “নিজের জাত সম্পর্কে কোনও জ্ঞানগম্যি নেই। দাদু মুসলিম। দিদা পারসি, মা খ্রিস্টান আর ও নিজে তো পাস্তার মধ্যে কারিপাতা ফোড়ন হয়ে জগাখিচুড়ি হওয়ার চেষ্টা করছে। এদিকে উনি সবার জাত জানতে চান। এমন অভদ্রভাবে কী করে তিনি প্রকাশ্যে মানুষকে তাঁদের জাত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন? ছিঃ নির্লজ্জ রাহুল গান্ধী।” এরপরই রাহুলকে বিঁধতে ওই বিকৃত ছবি শেয়ার করেন কঙ্গনা। যার জেরে মানহানি মামলার নোটিস গেল সাংসদ অভিনেত্রীর কাছে।
ঠিক কোন প্রেক্ষিতে এই সংসদে এই ‘জাত বিতর্কের’ সূত্রপাত? অনুরাগ ঠাকুর রাহুলকে (Rahul Gandhi) কটাক্ষ করে বলেন, “যাঁর জাত জানা নেই, তিনিই জাতগণনার কথা বলছেন!” এমন মন্তব্যে লোকসভা উত্তাল হয়ে ওঠে। বিতর্কের মধ্যেই রাহুল অনুরাগকে বলেন, “আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন। কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাতগণনা বিল পাশ করব।” এর পরই অনুরাগ বলেন, তিনি তাঁর মন্তব্যে কারও নামোল্লেখ করেননি।