সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে (Rupublic Day) উত্তাল রাজধানী। ২৬ জানুয়ারিতেই কিছু সময়ের জন্য লালকেল্লার (Red Fort) দখল নেন বিক্ষোভকারী কৃষকরা (Farmers Protest)। ওড়ানো হয় কৃষক সংগঠন নিশান সাহিবের পতাকা। আর সেই ঘটনার ছবি পোস্ট করে টুইটারে দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে বিঁধলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। লিখলেন, “এবার জবাব দাও দিলজিৎ দোসাঞ্জ ও প্রিয়াঙ্কা চোপড়া। গোটা বিশ্ব এখন আমাদের দিকে তাকিয়ে হাসছে। এটাই তোমরা চেয়েছিলে তো! অভিনন্দন।”
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে সারমেয়দের ছবি পোস্ট করে কটাক্ষ! মীরের কাণ্ডে সরগরম নেটদুনিয়া]
গত বছরের ৬ ডিসেম্বর কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। টুইটারে ‘দেশি গার্ল’ লিখেছিলেন, “আমাদের কৃষকরাই অন্নদাতা। তাই গণতান্ত্রিক দেশে তাঁদের দাবি যাতে মানা হয়, সে ব্যাপারটা নিশ্চিত করা উচিত। আশা করি, দ্রুত এই সমস্যা মিটে যাবে।” আর এই বিক্ষোভ নিয়েই কঙ্গনা ও দিলজিতের (Diljit Dosanjh) মধ্যে রীতিমতো কুরুক্ষেত্র কাণ্ড হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দিলজিৎকে ‘করণ জোহরের পোষ্য’ বলেও কটাক্ষ করেছিলেন কঙ্গনা। পালটা দিয়ে দিলজিৎ আবার প্রশ্ন করেছিলেন, যাঁদের সঙ্গে কঙ্গনা কাজ করেছেন, তিনিও তাঁদের সকলের পোষ্য কিনা। টুইট পালটা টুইটের পালা বেশ কিছুক্ষণ চলেছিল। সেই প্রেক্ষিতেই মঙ্গলবারের ছবি তুলে ধরে দুই তারকার কাছে জবাব চেয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন।
এর পাশাপাশি আরও একাধিক টুইট করেছেন কঙ্গনা। একটি টুইটে অভিনেত্রী জানান, কৃষক বিক্ষোভের বিরুদ্ধে কথা বলায় তাঁর সঙ্গে ছ’টি সংস্থা বিজ্ঞাপনের চুক্তি বাতিল করেছে। সংস্থাগুলির আধিকারিকদের দাবি ছিল, কঙ্গনা কৃষকদের সন্ত্রাসবাদী বলেছেন। তার জেরেই অভিনেত্রী লেখেন, “আজ আমি প্রত্যেক ভারতবাসীকে বলতে চাই, যাঁরা এই বিক্ষোভকে সমর্থন করছে প্রত্যেকে সন্ত্রাসবাদী আর এই দেশ বিরোধী সংস্থাগুলিও।”