shono
Advertisement

Breaking News

কাজ না পাওয়ায় চূড়ান্ত অবসাদ! সুশান্তের স্মৃতি ফেরাল ৩৫ বছরের কন্নড় অভিনেতার মৃত্যু

এক বছর আগেই বিয়ে করেছিলেন তরুণ অভিনেতা।
Posted: 07:35 PM Apr 23, 2023Updated: 07:35 PM Apr 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক তরুণ অভিনেতার অস্বাভাবিক মৃত্যু। আর তাতেই ফিরল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)। মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যু হয়েছে কন্নড় অভিনেতা সম্পত জে রামের (Sampath J Ram)। মনে করা হচ্ছে মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন তিনি।

Advertisement

কন্নড় টেলিভিশনে তুমুল জনপ্রিয় ছিলেন সম্পত জে রাম। ‘অগ্নিসাক্ষী’র মতো একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’ নামে একটি সিনেমাতেও অভিনয় করেছেন। এক বছর আগেই বিয়ে করেছিলেন অভিনেতা। কিন্তু বেশ কিছুদিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ! সলমনের বোনের ইদ পার্টিতে নায়িকার ভিডিও দেখেই জল্পনা তুঙ্গে]

কীভাবে সম্পতের মৃত্যু হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, কর্ণাটকের নেলমঙ্গলা এলাকার বাড়িতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। আর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শোনা যাচ্ছে, কেরিয়ার নিয়ে প্রত্যাশা ছিল সম্পতের। কিন্তু কাঙ্খিত কাজ তিনি পাচ্ছিলেন না। সেই কারণেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শোনা যায়, সুশান্তও মানসিক অবসাদের শিকার ছিলেন। অভিনেতার মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণের অভিযোগ নিয়েও বিস্তর হইচই হয়েছিল।

[আরও পড়ুন: অভিনেতার হাতে হেনস্তার শিকার! রেগে আগুন উর্বশী, ‘খবর’ ছড়াতেই কী করলেন অভিনেত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement