shono
Advertisement

ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে ইস্তফা দিলেন কপিল, সমস্যা বাড়ল শাস্ত্রীর!

স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠায় পদত্যাগ! The post ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে ইস্তফা দিলেন কপিল, সমস্যা বাড়ল শাস্ত্রীর! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Oct 02, 2019Updated: 02:58 PM Oct 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠার পাঁচদিনের মধ্যেই বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে পদত্যাগ করলেন কপিল দেব। কদিন আগেই যে কমিটি ভারতীয় দলের কোচ বেছে নিয়েছিল, সেই কমিটি এবার কার্যত অকেজো হয়ে গেল। আগেই কমিটির এক সদস্য শান্তা রঙ্গস্বামী পদত্যাগ করেছেন। তিন সদস্যের কমিটির অপর সদস্য অংশমান গায়কোয়াড়। কপিল দেবই কমিটির নেতৃত্বে ছিলেন। তাঁর পদত্যাগের ফলে কমিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।

Advertisement

[আরও পড়ুন: সারা শরীরে কোহলির ট্যাটু, বিরাট ভক্তের কীর্তি দেখে আপ্লুত ভারত অধিনায়ক]

বুধবার বিসিসিআইয়ের প্রশাসক প্যানেলের প্রধান বিনোদ রাইয়ের কাছে মেল মারফত নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন কপিল দেব। নিজের পদত্যাগপত্রে কপিল লেখেন, “উপদেষ্টা কমিটির হয়ে কাজ করতে পেরে আমার খুবই ভাল লেগেছে। ভারতীয় দলের কোচ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি।” পদত্যাগের পর সংবাদমাধ্যমকে কপিল বলেন, “আমার অন্য পরিকল্পনা আছে। তাই এই কমিটি থেকে পদত্যাগ করছি। উপদেষ্টা কমিটির মিটিং বছরে দু’বার হয়। তাই, স্বার্থের সংঘাতের অভিযোগ কীভাবে উঠল তা ভেবে পাচ্ছি না। এই কমিটির সদস্য হতে পেরে আমি গর্বিত। এই পদে উপযুক্ত লোক পাওয়া খুব কঠিন। কারণ, সবার বিরুদ্ধেই স্বার্থের সংঘাতের অভিযোগ উঠবে। এমনিতেও নির্বাচনের আগে পদত্যাগ করতাম, সেটাই কিছুদিন আগে হত।”

[আরও পড়ুন: প্রথম টেস্টে দলে ফিরছেন ‘বিশ্বসেরা’ ঋদ্ধি, জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা কোহলির]

উল্লেখ্য, গত শনিবারই কপিলদেব-সহ ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের নোটিস আনেন বিসিসিআইয়ের এথিক্স অফিসার ডি কে জৈন। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা শাস্ত্রীদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তোলেন। এর আগে সৌরভ-শচীনদেরও পদত্যাগ করতে হয়েছিল স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠায়।
অন্যদিকে কপিল পদত্যাগ করায় সমস্যা বাড়তে পারে রবি শাস্ত্রীর। কারণ, এই কমিটিই তাঁকে কোচের পদে নিয়োগ করেছিল। এবার যদি কমিটির সদস্যরা স্বার্থের সংঘাতের অভিযোগ মেনে নেন, বা এই অভিযোগে দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে এই কমিটির সব সিদ্ধান্ত খারিজ করা হতে পারে। সেক্ষেত্রে সাময়িকভাবে ভারতীয় দলের কোচের পদ ছাড়তে হতে পারে শাস্ত্রীকে। যদিও, বিসিসিআই জানিয়ে দিয়েছে, ক্রিকেট উপদেষ্টা কমিটি অবৈধ ঘোষিত হলেও শাস্ত্রীকেই কোচের পদে বহাল রাখা হবে। সেক্ষেত্রে শাস্ত্রীকে আবার আবেদন করতে হতে পারে।

The post ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে ইস্তফা দিলেন কপিল, সমস্যা বাড়ল শাস্ত্রীর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement