সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খুশি’ নেই, এখন শুধুই ‘গম’। পর্দার চিত্রনাট্যে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ইচ্ছেমতো বদল এনে পরিচালক বলতে পারেন ‘কভি আলবিদা না কেহনা’। কিন্তু জীবনের চিত্রনাট্য অমোঘ। সেখানে তাঁর কোনও হাত নেই। এ নিয়তি স্বীকারই করে নিলেন পরিচালক করণ জোহর। আর তাই ইতি টানলেন অভিনেত্রী কাজলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুতার সম্পর্কে। সদ্য প্রকাশিত আত্মজীবনীতে একথাই দ্ব্যর্থহীনভাবে জানালেন করণ।
(নিজের যৌনজীবন নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করণ জোহরের)
কুছ কুছ হোতা হ্যায়-এর অঞ্জলি যদি গোটা দেশের তরুণ হৃদয়ে ঢেউ তোলে, তবে তার যতটা কৃতিত্ব কাজলের,
(বিকিনি আর বেবি বাম্পে ইনস্টাগ্রাম মাতালেন এই অভিনেত্রী)
ঘটনার সূত্রপাত, অজয় দেবগণের ‘শিবায়’ ছবি মুক্তির সময়। সে সময়ই মুক্তি পাওয়ার কথা ছিল করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এমনিতেই পাক অভিনেতা নিয়ে জটিলতায় ছিলেন করণ। গোদের উপর বিষফোড়া হযে আসরে নামেন অজয়। শিখণ্ডি খাড়া হন কামাল আর খান। অভিযোগ করে অজয় জানান, কামালকে ঘুষ দিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’কে আটকানোর চেষ্টা করছেন করণ। স্বামীর সে টুইটে কাজলের প্রতিক্রিয়া ছিল, তিনি এ ঘটনায় বিস্মিত। কাজলের এ উত্তরই মন ভেঙে দেয় করণের। প্রায় ২৫ বছর ধরে অভিনেত্রী ও বন্ধু কাজলের প্রতি নিবিড় বিশ্বাস ছিল করণের। কিন্তু তাতেও যে ইন্ডাস্ট্রি রাজনীতির ছায়া পড়বে তা হয়তো তিনি ভাবতেও পারেননি। কিন্তু সত্যিটা যে কল্পনার থেকেও চমকপ্রদ, এ পরিচালকের থেকে ভাল আর কে জানবেন! আর তাই ভবিতব্য হিসেবেই ধরে নিয়েছেন এ সত্যিকে। ভাঙা মন নিয়ে সম্পর্ক জোড়াতালি দিতে যাননি। বরং খোলাখুলি জানিয়েছেন, যা একবার বিষিয়েছে তাকে আর জুড়ে লাভ নেই। কাজলের প্রতি সমস্ত শ্রদ্ধা হারিয়েছেন তিনি। আর তাই কোনওরকম সম্পর্ক নেই তাঁর সঙ্গে।
(ফটোশুটে টপলেস হলেন এই বলি অভিনেত্রী)
করণের এই বক্তব্য সামনে আসামাত্র ইন্ডাস্ট্রির অনেকেই দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু কাজল-অজয় এখনও কিছু জানাননি। বন্ধুত্ব আবার জোড়া লাগবে কি না কে জানে! সিনেপ্রেমীদের প্রত্যাশা, এ তিক্ততা যেন তাঁদের কাজে প্রভাব না ফেলে। পরিচালক করণ আর অভিনেত্রী কাজলের জুটি যেন আবার ম্যাজিক করে বড় পর্দায়। বাকিটা তো ব্যক্তিগত।
‘রইস’ মুক্তি পেলে পরিণতি ভাল হবে না, হুমকি শিবসেনার
জনপ্রিয়তায় টলিপাড়ার বাকি নায়কদের হেলায় হারালেন দেব
The post যৌনতা নিয়ে স্বীকারোক্তির পর কাজল সম্পর্কেও বিস্ফোরক করণ appeared first on Sangbad Pratidin.