shono
Advertisement

Breaking News

করিনার আয়কর অ্যাকাউন্ট হ্যাকড!

এই হ্যাকার নাকি বেবোর ত্রৈমাসিক কর নিজেই জমা করে দিয়েছেন৷ The post করিনার আয়কর অ্যাকাউন্ট হ্যাকড! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:36 PM Oct 01, 2016Updated: 01:06 PM Oct 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তো মাত্র কয়েকটা দিন! কটাদিন পরেই মা হবেন বেবো৷ মা আর তাঁর সন্তানকে এই বিশেষ মুহূর্তেও যেন কিছুক্ষণের ফুরসত দিচ্ছে না কেউ৷ এবার অভিনেত্রী করিনা কাপুরের ইনকাম ট্যাক্স আইটি রিটার্ন অ্যাকাউন্ট হ্যাক করল এক ব্যক্তি৷ করিনার প্যান নম্বরটি জেনে নিয়ে এই কাজটি সে করেছে বলে জানা গিয়েছে৷ আইটি রিটার্ন অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী৷ ঘটনার জেরে বেশ বিরক্তও হয়েছেন তিনি৷ গোটা বিষয়টি সম্পর্কে তিনি সাইবার সেলে অভিযোগ জানান৷ কিন্তু অবাক করা বিষয় হল, এই হ্যাকার নাকি বেবোর ত্রৈমাসিক কর নিজেই জমা করে দিয়েছেন৷ আর সেই সঙ্গেই পাল্টে দিয়েছেন আইটি অ্যাকাউন্টটির পাসওয়ার্ড৷

Advertisement

করিনার ব্যক্তিগত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জানিয়েছেন, ইনকাম ট্যাক্স সম্পর্কিত যাবতীয় তথ্য হ্যাক হয়ে যাওয়ায় আইনি জটিলতায় পড়তে পারেন অভিনেত্রী৷ সেই সঙ্গে দ্বিগুণ কর দিতেও বাধ্য হতে পারেন৷ পাশাপাশি, প্যান নম্বরটিও হ্যাকারের আয়ত্তে চলে আসায় বেবোর আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে৷

যদিও সাইবার ক্রাইম দফতরের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই করিনার আইটি রিটার্ন অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷ সেই সঙ্গেই অপরাধীর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

The post করিনার আয়কর অ্যাকাউন্ট হ্যাকড! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement