সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঘোরে প্রাণ গেলো কর্নাটকের এক ভিক্ষুকের। বিমার টাকা হাতাতে নিজের মতো দেখতে ওই ভিক্ষুককে খুনের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ষড়যন্ত্রে অভিযুক্ত ব্যবসায়ী, তাঁর স্ত্রী এবং এক ট্রাকচালক। ইতিমধ্যে ব্যবসায়ী এবং ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক মহিলার খোঁজে সন্ধান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীর নাম মুনিস্বামী গৌড়া। সম্প্রতি তিনি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই কারণে জীবন বিমার টাকা তুলতে নিজের মতো দেখতেই এক ভিক্ষুককে খুন করেন বলে অভিযোগ। গোটা পরিকল্পনায় ছিলেন ব্যবসায়ীর স্ত্রীও। এছাড়াও মুনিস্বামীর অপরাধীর সঙ্গী হন দেবেন্দ্র নায়ক নামে এক ট্রাক চালক।
[আরও পড়ুন: মাঝ সমুদ্রে ডুবল কলকাতা থেকে আন্দামানগামী জাহাজ, ১১ জনকে উদ্ধার উপকূলরক্ষী বাহিনীর]
পুলিশ জানিয়েছে, পরিকল্পনা মতো ভিক্ষুককে টোপ দিয়ে গাড়িতে তোলে অভিযুক্ত দম্পতি। এর পর গাড়ির টায়ার পালটানোর কথা বলে ভিক্ষুককে গাড়ি থেকে নামান তাঁরা। কিছু পরে উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সামনে ঠেলে ফেল দেন ভিক্ষুককে। ট্রাকটি চালাচ্ছিলেন ওই দেবেন্দ্র নায়ক। তিনি ট্রাকের চাকায় ভিক্ষুককে পিষে মৃত্যু নিশ্চিত করেন। এর পর পরিকল্পনা মতো গত ১২ আগস্ট হাসপাতালে হাজির হন ব্যবসায়ীর স্ত্রী। তিনি দাবি করেন ওই মৃতদেহ তাঁর স্বামীর।
[আরও পড়ুন: তালিকায় ভুল! ৪৪ কেটে জম্মু ও কাশ্মীরে মাত্র ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির]
পরিকল্পনা মতো সব চলছিল। কারও মনে সন্দেহ জাগেনি। ব্যবসায়ীর স্ত্রী মৃত ভিক্ষুকের দেহকে স্বামীর দেহ বলে শেষকৃত্য সম্পন্ন করেন। এর পরই ছিল 'ফাইনাল ডেস্টিনেশন'---বিমা সংস্থার কাছে স্বামীর জীবন বিমার টাকা চেয়ে আবেদন জানান ব্যবসায়ীর স্ত্রী। সেই প্রক্রিয়া শুরুও হয়েছিল। কিন্তু একটি ভুল করে বসেন দম্পতি। 'মিথ্যে শেষকৃত্যে'র পর দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে যান। সেই আত্মীয় পেশায় পুলিশকর্মী। ওই ব্যক্তির সন্দেহ হয়। এর পরই ঘটনার তদন্ত শুরু হলে গোটা ষড়যন্ত্র সামনে চলে আসে।