সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন টানটান কোনও টি-টোয়েন্টি ম্যাচ। কর্ণাটক নির্বাচনে (Kranataka Election) কংগ্রেসের (Congress) জয়, বিজেপির ভরাডুবির মাঝেই আলাদা করে নজর কাড়ল বিজেপি (BJP) প্রার্থী সি কে রামমূর্তির জয়। মাত্র ১৬ ভোটে জিতলেন তিনি। কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি যেখানে পেয়েছেন ৫৭ হাজার ৭৮১টি ভোট, সেখানে রামমূর্তি পেয়েছেন ৫৭ হাজার ৭৯৭টি ভোট। বাসবরাজ বোম্মাই থেকে ডি কে শিবকুমার, বিজেপি-কংগ্রেস নির্বিশেষে কর্ণাটকের রাজনীতিকরা সকলেই প্রায় ক্রিকেটের প্রবল ভক্ত। নির্বাচনের সময়ও যেন কোনও ক্রিকেট ম্যাচেরই গন্ধ বয়ে আনল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্রের ভোটগণনা।
শনিবার অনেক রাত পর্যন্ত ওই কেন্দ্রের ‘আর ভি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে’ চলেছে নাটক। প্রথমবার গণনার পর দেখা যায় ২৯৪ ভোটে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী। ব্যবধান কম থাকায় আপত্তি করে বিজেপি। নির্বাচন কমিশন তাদের পুনর্গণনার আবেদনে সাড়া দেয়। কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার অভিযোগ তোলেন সৌম রেড্ডিকে হারাতে চেষ্টা করছে কমিশন। ফের গণনা শুরু হয়। দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ১৬ ভোটে জিতে যান বিজেপি প্রার্থী।
[আরও পড়ুন: সাত মাসে ৪ রাজ্যে হার, চাপ নাড্ডার উপর! খাড়গে সভাপতি হতেই সাফল্যের সরণিতে কংগ্রেস]
এদিকে কংগ্রেস প্রার্থী জগদীশ শেট্টার হুবলি-ধারওয়াড় সেন্ট্রাল কেন্দ্রে বিজেপি প্রার্থী মহেশ টেঙ্গিনাকাইয়ের কাছে ৩২ হাজার ভোটে হেরে গিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁকে হারাতে ‘টাকার খেলা’ খেলেছে বিজেপি। উল্লেখ্য, তিনি বিজেপিতেই ছিলেন। কিন্তু টিকিট না পাওয়ায় তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন।