সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে দাঁড়িয়ে মোদি সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই জায়গা থেকেই কর্ণাটকের নির্বাচনী প্রচার শুরু করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর বিতর্কের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আরও একবার বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা। রাহুল বললেন, “আদানিরা দুর্নীতিরই প্রতীক।”
আগামী ১০ মে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। তার আগে ৫ এপ্রিলই কোলারে সভা করে নির্বাচনী প্রচার শুরু করার কথা ছিল রাহুলের। কিন্তু কোলার কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত না হওয়ায় সেই সভা বাতিল হয়। আসলে প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কোলার কেন্দ্রটিতে লড়তে চাইছিলেন। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ড সিদ্ধার সেই অনুরোধ রাখেনি। শেষে জেডিএস থেকে কংগ্রেসে (Congress) আসা সদানন্দ গৌড়াকে প্রার্থী করেছে কংগ্রেস। রাহুলের সফরের ঠিক আগের দিন তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করা হয়। আসলে কোলরে রাহুলকে পাঠিয়ে সহানুভূতি কুড়োতে চাইছিল কংগ্রেস।
[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএলে অভিষেক অর্জুনের, নাইটদের বিরুদ্ধে নেই রোহিত]
২০১৯ সালে এখানেই রাহুল বলেছিলেন, সব মোদিই চোর। এই মন্তব্যের জেরেই দু’বছরের কারাদণ্ড হয় রাহুলের। তাঁর সাংসদ পদও খারিজ হয়। বিজেপি (BJP) প্রচার করা শুরু করে, সব মোদিকে চোর বলে আসলে দলিতদের অপমান করেছেন কংগ্রেস নেতা। যার জবাব এদিন কোলারে দাঁড়িয়েই দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, “সরকার বারবার ওবিসিদের অপমানের কথা বলে। কিন্তু সরকার কেন জাতিগত সেনসাস করছে না? কেন বলছে না দেশে তফসিলি জাতি, উপজাতি, ওবিসির সংখ্যা কত, আর সরকারে তাঁদের প্রতিনিধিত্ব কত?”
[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএলে অভিষেক অর্জুনের, নাইটদের বিরুদ্ধে নেই রোহিত]
কোলারের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেন, “বিজেপি এখানে ৪০ শতাংশ কমিশনের সরকার চালাচ্ছে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। দেশে বিরোধীদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাকে সংসদেও বলতে দেওয়া হয়নি। সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে।” প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, কর্ণাটকে (Karnataka) কংগ্রেস ক্ষমতায় আসবেই। আর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সব প্রতিশ্রুতি পূরণ করবে।