shono
Advertisement

ভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি, বৃদ্ধের ২ কোটি টাকা নিয়ে ‘উধাও’ দুই বিজেপি নেতা!

কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি বৃদ্ধের।
Posted: 05:29 PM Oct 22, 2023Updated: 06:40 PM Oct 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির (BJP) টিকিটে বিধানসভা নির্বাচন লড়বেন- এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। টিকিট দেওয়ার বিনিময়ে তাঁর কাছ থেকে নেওয়া হয়েছিল ২ কোটি টাকাও। শেষ পর্যন্ত আর টিকিট পাননি। টিকিট বাবদ যা অর্থ দিয়েছিলেন তাও আর মেলেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে (Karnataka)। চলতি বছরেই সেরাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হঠিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস।

Advertisement

জানা গিয়েছে, অভিযোগকারী ব্যক্তির নাম সি শিবমূর্তি। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে দুই যুবক। গোড়ায় নিমরাজি থাকলেও শেষ পর্যন্ত বিজেপির টিকিট নিতে রাজি হন শিবমূর্তি। তার পরে বিজেপির জেলা সভাপতির সঙ্গেও শিবমূর্তির আলাপ করিয়ে দেয় এন পি শেখর ও রেভান্নাসিদ্দাপ্পা নামে দুই অভিযুক্ত। 

[আরও পড়ুন: মহুয়াকে বরখাস্ত করা হচ্ছে না কেন? তৃণমূলের নীরবতায় তীব্র কটাক্ষ বিজেপির]

এর পরেই দুজন মিলে টিকিটের ‘দাম’ বাবদ দুই কোটি টাকারও বেশি দাবি করে। তাদের কথায় রাজি হয়ে আটটি ইনস্টলমেন্টে বিশাল অঙ্কের টাকা মিটিয়ে দেন শিবমূর্তি। ২০২২ সালের আগস্ট মাস থেকে টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৩ সালে নির্বাচনের সময়ে বিজেপির প্রার্থী তালিকায় শিবমূর্তির নাম ছিল না। কিন্তু সেই ঘটনার প্রায় ৬ মাস কেটে যাওয়ার পরে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

শুধু তাই নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও গোটা ঘটনা জানিয়ে চিঠি লিখেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চান শিবমূর্তি। তিনি বলেন, ছয় মাস ধরে অপেক্ষা করেছেন যেন দুই অভিযুক্ত তাঁর অর্থ ফিরিয়ে দেয়। কিন্তু তা হয়নি। শিবমূর্তির ফোনও ধরত না তারা। বাধ্য হয়েই পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

[আরও পড়ুন: হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, তাই ইজরায়েল-হামাসের মতো সংঘর্ষ ভারতে ঘটেনি: মোহন ভাগবত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement