সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ট্যাগলাইনেই বলা আছে, 'যেখানে প্রতিভা মঞ্চ খুঁজে পায়'। মঙ্গলবার মুল্লানপুরে আরও এক প্রতিভা নিজেকে মেলে ধরার সেই সুযোগ কাজে লাগালো। ভালো করে বলতে গেলে আরও এক প্রতিভাকে খুঁজে নিল আইপিএল। প্রিয়াংশ আর্য-আইপিএলের আগে দিল্লির লিগে বিশ্বরেকর্ড গড়ে এসেছিলেন। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগে নিজেকে মেলে ধরলেন। অনবদ্য সেঞ্চুরির ইনিংসে একাধিক রেকর্ড গড়ে ফেললেন তিনি।

মঙ্গলবার ঘরের মাঠে মাত্র ৩৯ বলে শতরান করে ফেললেন তরুণ ওপেনার। একদিকে যখন একের পর এক উইকেট পড়ছে, তখন ৭টা বাউন্ডারি এবং ৯টা ওভার বাউন্ডারিতে সাজানো ঝকঝকে ইনিংস উপহার দিলেন তিনি। সঙ্গে গড়ে ফেললেন একাধিক রেকর্ড। অষ্টম আনক্যাপড ক্রিকেটার হিসাবে আইপিএলে সেঞ্চুরি করলেন প্রিয়াংশ। চলতি মরশুমে এই প্রথম কোনও আনক্যাপড ক্রিকেটার সেঞ্চুরি করলেন। প্রিয়াংশ শতরান করলেন মাত্র ৩৯ বলে। যা আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম।
মূলত প্রিয়াংশের অনবদ্য সেঞ্চুরি এবং শেষদিকে শশাঙ্ক সিংয়ের ৫২ রানের ইনিংসে ভর করে চেন্নাইয়ের বিরুদ্ধে ২১৯ রানের বিরাট ইনিংস গড়ল পাঞ্জাব। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন খলিল আহমেদ এবং রবিচন্দ্রন অশ্বিন।
এদিন রেকর্ড অবশ্য আরও একজন 'আনক্যাপড' ক্রিকেটারও গড়েছেন। তিনি ৪৩ বছরের মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক হিসাবে যার একটি স্টাম্পিং মরশুমের শুরু থেকেই শিরোনামে। মঙ্গলবারও উইকেটরক্ষক হিসাবেই রেকর্ড গড়লেন তিনি। এদিন নেহাল ওয়াধেরাকে আউট করে আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসাবে দেড়শোটি ক্যাচের রেকর্ড গড়লেন ধোনি।