shono
Advertisement
Jaipur Blasts

জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডে চার দোষীকে আজীবন কারাদণ্ড

২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৮০ জনের।
Published By: Kishore GhoshPosted: 09:02 PM Apr 08, 2025Updated: 09:02 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের জয়পুরে ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণের মামলায় চার দোষীর আজীবন জেলের সাজা দিল জয়পুরের বিশেষ আদালত। ওই নাশকতার জেরে প্রাণ গিয়েছিল ৮০ জনের। আহত হয়েছিলেন প্রায় ১৭০ জন।

Advertisement

রাজস্থান শহরের জয়পুরে ২০০৮ সালের ১৩ মে ধারাবাহিক বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হয়েছিল ত্রিপোলিয়া বাজার, মানস চক, হনুমান মন্দির, চটি চৌপল জেহেরি বাজার-সহ আটটি জায়গায়। সেই মামলাতে দোষী সাব্যস্ত হন সরওয়ার আজমি, শাহবাজ হুসেন, সাইফুর রহমান এবং মহম্মদ সইফ। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং বিস্ফোরক আইনে দোষী সাব্যস্ত করে আদালত। ১৭ বছর পর চাঁদপোল বাজারে বোমা রাখা সংক্রান্ত ওই মামলায় চার অভিযুক্তেরই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল।

বিস্ফোরণ সংক্রান্ত একটি মামলায় ২০১৯ সালে শাহবাজকে ‘প্রমাণের অভাবে’ মুক্তি দিয়েছিল আদালত। এর পর ২০২৩ সালে জয়পুর হাই কোর্ট সকলকেই মুক্তি দেয়। যদিও এবার নিম্ন আদালতে চার দোষীর আজীবন জেলের সাজা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থান শহরের জয়পুরে ২০০৮ সালের ১৩ মে ধারাবাহিক বিস্ফোরণ হয়।
  • ১৭ বছর পর চাঁদপোল বাজারে বোমা রাখা সংক্রান্ত ওই মামলায় চার অভিযুক্তেরই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল।
Advertisement