shono
Advertisement

মোদি বোঝালেন ঝড় থামেনি, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে ফের ধাক্কা রাহুলের

এরপরেও কি বিরোধী শিবিরের নেতারা রাহুল গান্ধিকে নেতা হিসেবে মানবেন? The post মোদি বোঝালেন ঝড় থামেনি, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে ফের ধাক্কা রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:02 PM May 15, 2018Updated: 09:01 PM Aug 21, 2018

সংবাদ প্রতিনদিন ডিজিটাল ডেস্ক : কর্নাটকের ভোটের প্রচারে গিয়েই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ কিন্তু ভোটের ফল রাহুলের সেই স্বপ্নকে কিছুটা হলেও ধাক্কা দিল৷ অন্তত এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷ কর্ণাটকের প্রচারপর্বের শুরু থেকেই একার ক্ষমতায় সরকার গড়ার দাবি জানাচ্ছিল কংগ্রেস৷ ফলপ্রকাশের পর দেখা গেল বিজেপির থেকে বেশি ভোট পেলেও আসন সংখ্যার বিচারে গেরুয়া শিবিরের ধারেকাছে নেই শতাব্দী প্রাচীন দলটি৷ যে জেডিএসকে একসময় বিজেপির বি টিম বলেছিলেন কংগ্রেস সভাপতি, বিজেপিকে রুখতে সেই জেডিএসকে কার্যত নিঃস্বার্থ সমর্থন করতে হল রাহুলের দলকে৷

Advertisement

[ম্যাজিক ফিগার থেকে দূরে বিজেপি, সরকার গড়ার পথে কংগ্রেস-জেডিএস জোট]

বিশেষজ্ঞরা মনে করছেন, কর্ণাটকের ভোটের ফলেই অনেকটাই পরিষ্কার হয়ে গেল ২০১৯ নির্বাচনে একার শক্তিতে বিজেপিকে রুখতে পারবে না কংগ্রেস৷ আঞ্চলিক দলগুলির সঙ্গে জোটই কংগ্রেসের একমাত্র রাস্তা৷ ফলাফল পরিষ্কার হওয়ার আগে টুইটে সেকথা আরও একবার মনে করিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জোট করলে ফলাফল অন্যরকম হত, টুইটে কংগ্রেসকে কার্যত খোঁচা দিয়েছিলেন মমতা৷ পরে কংগ্রেসের সমর্থনে জেডিএস সরকার গড়ার দাবি জানালে দেবেগৌড়াকে ফোনে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী৷

[‘কর্ণাটকে অন্যরকম ফল হতে পারত’, ফের বিরোধী জোটের পক্ষে সওয়াল মমতার]

কর্ণাটকে ভোটের হারের পর মান বাঁচাতে আসরে নামতে হয় সেই সোনিয়া গান্ধিকে৷ দেবেগৌড়াকে ফোন করে সরকার গড়ার আহ্বান জানান তিনিই৷ তাঁর কথামতই দলের বর্ষীয়ান নেতারা চূড়ান্ত রফা করেন জেডিএসের সঙ্গে৷ রাজনৈতিক মহলের একাংশ বলছে, এতেই প্রমাণিত হল এখনও স্বয়ংসম্পূর্ণ নেতা হয়ে উঠতে পারেননি রাহুল, বিপদের সময় এখনও তাঁর পরিত্রাতা মা সোনিয়া৷ গুজরাটের মতই কর্ণাটকে ম্যারাথান প্রচারে নেমেছিলেন রাহুল৷ কন্নড়ভূমের প্রায় ১৭০ টির মত আসনে প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি, তাঁর মধ্যে কংগ্রেস জিতেছে মোটে গোটা ষাটেক৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আসনগুলিতে ভোট চাইতে গিয়েছিলেন তাঁর বেশিরভাগ আসনেই জিতেছে গেরুয়াশিবির৷ অর্থাৎ সব মিলিয়ে, আরও একবার মোদির ক্যারিশমার কাছে পরাস্ত হতে হল কংগ্রেস সভাপতিকে৷

[ফলাফল যাই হোক, লিঙ্গায়ত ভোট পকেটে পুরে বাজিমাত বিজেপির]

এদিকে, কর্ণাটকে কংগ্রেসের হতশ্রী ফলাফল এবং জেডিএসকে সমর্থন আরও একবার প্রশ্ন তুলে দিল প্রস্তাবিত বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দিতে রাহুল কতটা প্রস্তুত তা নিয়েও৷ রাহুলের নেতৃত্বে নির্বাচনে লড়ে একের পর এক হারের মুখ দেখতে হচ্ছে কংগ্রেসকে, তারপরেও কি বিরোধী শিবিরের নেতারা রাহুল গান্ধিকে নেতা হিসেবে মানবেন? বড় প্রশ্ন তৈরি হয়েছে কংগ্রেসের অভ্যন্তরেও৷

The post মোদি বোঝালেন ঝড় থামেনি, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে ফের ধাক্কা রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement