shono
Advertisement

Breaking News

কর্ণাটকে পিছিয়ে বিজেপি, প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগারের পথে কংগ্রেস

প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগার ছুঁতে চলেছে কংগ্রেস।
Posted: 09:28 AM May 13, 2023Updated: 10:44 AM May 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে চলছে জোর ভোটের লড়াই। আজ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগার ছুঁতে চলেছে কংগ্রেস। অনেকটাই পিছিয়ে রাজ্যের শাসকদল বিজেপি। এমনটাই বলছে ট্রেন্ড। তা বজায় থাকলে দাক্ষিণাত্যে গেরুয়া শিবিরের একমাত্র গড় হাতছাড়া হবে।

Advertisement

শনিবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। শুরুর দিকে বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও ক্রমে জমি ফিরে পেতে শুরু করেছে কংগ্রেস। শেষ পাওয়া তথ্যমতে, ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১২৮টি আসনে এগিয়ে কংগ্রেস। ৭৬টি আসনে এগিয়ে বিজেপি। কুমারস্বামীর জেডি (এস) এগিয়ে ১৮টি আসনে। এই ট্রেন্ড বজায় থাকলে ম্যাজিক ফিগার ১১৩ ছুঁয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে কংগ্রেস।  

নির্বাচন কমিশন সূত্রে খবর, কনকপুরা বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি শিবকুমার। পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি আর অশোক। চিত্তাপুর আসনে এগিয়ে মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে। এদিকে, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই অবশ্য দাবি করেছেন, ম্যাজিক ফিগার নিয়ে সরকার গড়বে বিজেপি-ই।   

[আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে মামলা দায়ের সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, বাড়িতে তল্লাশি সিবিআইয়ের]

২২৪ আসন সম্বলিত কর্ণাটক বিধানসভার ভোটে বিজেপির পক্ষে ম্যাজিক ফিগার, ১১৩ পার করার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই অধিকাংশ বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়। অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছে কংগ্রেস। কিন্তু তারা যদি ম্যাজিক ফিগার পার করতে না পারে, সে ক্ষেত্রে তাদের ক্ষমতা দখলের রাস্তা কঠিন হয়ে পড়বে। ৯০টি আসন পেলে তারাই সরকার গঠন করবে এবং জেডিএস তাদের পাশে থাকবে বলেই ঘনিষ্ঠমহলে দাবি করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

কর্ণাটকে এবার নিজেদের ক্ষমতায় ম্যাজিক ফিগার পেরনো কঠিন, সেই হিসাব আগে থেকেই করে ফেলেছে বিজেপি। সেইমতো নির্বাচনের আগে থেকেই জেডিএসের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনে তাদের নানাভাবে সাহায্য করার কাজও সেরে রেখেছে তারা। আবার দলের যে সমস্ত বিধায়ক টিকিট না পেয়ে কংগ্রেস বা নির্দল হিসাবে লড়াই করেছেন, তাঁদের সঙ্গেও যোগাযোগ করছে বিজেপি। সেই তুলনায় কর্ণাটকে কংগ্রেস এবার অনেকটাই আত্মবিশ্বাসী। ম্যাজিক ফিগারের থেকেও বেশি সংখ্যক আসন মিলবে বলেই কংগ্রেস শিবিরের দাবি। 

[আরও পড়ুন: ‘বাংলায় সন্ত্রাসের প্রথম ভুক্তভোগী’, দিল্লিতে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া আক্রমণ নাড্ডার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement