সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দিনকয়েক আগেই বিপুলভাবে জিতে কর্ণাটক (Karnataka) দখলে এনেছে কংগ্রেস (Congress)। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া কং-শিবিরে। কিন্তু তার মধ্যেই উলটো চাপ! অন্তত ভাইরাল ভিডিও তো তেমনই বলছে।
কর্ণাটকের চিত্রদুর্গা জেলার একটি গ্রামে বিদ্যুতের মিটার দেখতে এসেছিলেন বিদ্যুৎকর্মীরা। কিন্তু বিদ্যুৎকর্মীদের ফিরিয়ে দিয়ে গ্রামবাসীরা জানান, তাঁরা বিদ্যুৎতের বিল দেবেন না। কারণ হিসাবে তাঁরা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে কংগ্রেস জানিয়েছিল, ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। “তাহলে আমরা কেন বিদ্যুতের বিল দেব?” সোজাসাপ্টা প্রশ্ন তাঁদের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিদ্যুৎকর্মীদের সঙ্গে দল বেঁধে বচসায় লেগে গিয়েছেন চিত্রদুর্গা জেলার ওই গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন যে নতুন সরকার গঠন হওয়ার পর নির্দেশিকা পাস হলেই এ বিষয়ে অগ্রসর হওয়া সম্ভব। ততদিন পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে হবে সকলকেই।
[আরও পড়ুন: কংগ্রেসের কর্ণাটক ‘নাটক’ অব্যাহত, মঙ্গলবারও মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নিতে পারলেন না খাড়গে-রাহুলরা]
বড় হারের ধাক্কা এখনও সামলে উঠতে না পারা বিজেপি (BJP) ভাইরাল এই ভিডিও হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে। বিজেপির আইটি সেল-এর প্রধান অমিত মালব্য ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে লিখেছেন, ‘ওরা ক্ষমতায় এলেই ফ্রি ইলেকট্রিক দেবে বলেছিল। ওদের (কংগ্রেসের) থেকে ওটা কেড়ে নিন। কংগ্রেস যদি শিগগির মুখ্যমন্ত্রী দিতে না পারে তাহলে এমন অনেক ঝঞ্ঝাট চলতেই থাকবে।’