shono
Advertisement

ফের কর্ণাটক ইস্যুতে নাটক, ‘নিরাপত্তার অভাবে’পুলিশকে চিঠি ‘বন্দি’ বিধায়কদের

মুম্বই পুলিশকে লেখা চিঠিতে রয়েছে ১৪জন পদত্যাগী বিধায়কের সই৷ The post ফের কর্ণাটক ইস্যুতে নাটক, ‘নিরাপত্তার অভাবে’ পুলিশকে চিঠি ‘বন্দি’ বিধায়কদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:54 AM Jul 15, 2019Updated: 09:57 AM Jul 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের জায়গা ছেড়ে দূরে গা ঢাকা দিয়েও স্বস্তি নেই৷ কর্ণাটক জটে আরও একপ্রস্ত নাটক৷ এবার মু্ম্বইয়ের বিলাসবহুল হোটেল থেকে একযোগে চিঠি লিখে নিরাপত্তাহীনতার কথা জানালেন দলত্যাগী ‘বন্দি’ বিধায়করা৷ মুম্বই পুলিশকে লেখা চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন, কংগ্রেস নেতারা বারবার তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন৷ বোঝাতে চাইছেন, কংগ্রেসকে ছেড়ে তাঁদের ভবিষ্যৎ নিরাপদ নয়৷ আর এসব শুনেই ১৪ জন সদ্যপ্রাক্তন জেডিএস বিধায়কের মনে হয়েছে,মুম্বইয়ের পাঁচাতারা হোটেলে থেকেও তাঁরা নিরাপদ বোধ করছেন না৷

Advertisement

[আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পার্কের রাইড, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২]

সপ্তাহ খানেক ধরে সাংবিধানিক সংকটে কর্ণাটক বিধানসভা৷ জেডিএস-কংগ্রেস জোট ভাঙার মুখে৷ মু্খ্যমন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে তোপ দেগে পদ ছেড়েছেন ১৪জন জেডিএস বিধায়ক৷ তাঁদের নিরাপদে রাখতে বেঙ্গালুরু থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মু্ম্বাইতে৷ পওয়া এলাকায় একটি পাঁচতারা হোটেলে আপাতত ‘বন্দি’ তাঁরা৷ গত সপ্তাহেই কর্ণাটক কংগ্রেসের শীর্ষ নেতা ডিকে শিবকুমারের সেখানে যাওয়া নিয়ে একপ্রস্ত ঝঞ্ঝাট হয়েছে৷ ওই হোটেলে বুকিং থাকা সত্ত্বেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ এমনকী হোটেলের বাইরে শিবকুমার অনুগামীদের সঙ্গে পুলিশের বাদানুবাদও বাধে৷ কর্ণাটক বিধানসভার জট কাটাতে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ বলা হয়, আস্থা ভোটের মাধ্যমে নিজেদের শক্তি প্রমাণ করতে হবে কুমারস্বামীকে৷ এই পরিস্থিতিতে বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশের আগেই মুখ্যমন্ত্রী কুমারস্বামী মঙ্গলবার আস্থা ভোটের ডাক দিয়েছেন৷
তার আগে সোমবার সকাল সকালই পদত্যাগী বিধায়করা মুম্বই পুলিশকে চিঠিতে লিখলেন, ‘আমরা কোনও কংগ্রেস নেতার সঙ্গে দেখা করতে চাই না৷ শিবকুমার, জি পরমেশ্বর, মল্লিকার্জুন খাড়গে এমনকী গুলাম নবি আজাদও আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করছেন৷ আমাদের ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতারাও৷ এই পরিস্থিতিতে আমরা বেশ বিপন্ন বোধ করছি৷’


এই চিঠিতে যে ক’জনের সই রয়েছে, তাঁদের মধ্যে একটি নাম দেখে অবাক হয়েছেন অনেকেই৷ তিনি বিধায়ক এমটিবি নাগরাজ৷ ইনি শনিবারই কুমারস্বামী এবং কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করে দলে ফিরতে চেয়েছিলেন৷ কিন্তু সূত্রের খবর, রবিবারই তাঁকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার ব্যক্তিগত সচিব সন্তোষের সঙ্গে দেখা গিয়েছিল বেঙ্গালুরু বিমানবন্দরে৷ সেখান থেকে মুম্বইয়ে নেমেই তিনি জানান, পদত্যাগপত্র নিয়ে তিনি নিজের মন বদলাননি৷ সোমবার মুম্বই পুলিশকে লেখা চিঠিতে তাঁরও সই রয়েছে৷এই পরিস্থিতিতে কর্ণাটক বিধানসভার জট কাটাতে মঙ্গলবার আস্থা ভোটের দিকে তাকিয়ে জেডিএস তথা কুমারস্বামী৷

[আরও পড়ুন: ক্রায়োজেনিক ইঞ্জিনে জ্বালানি লিক, চাঁদমামার দেশে যাওয়া হল না চন্দ্রযানের]

The post ফের কর্ণাটক ইস্যুতে নাটক, ‘নিরাপত্তার অভাবে’ পুলিশকে চিঠি ‘বন্দি’ বিধায়কদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement