সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষে সিনেমা রিলিজ মানেই তার প্রাক্কালে বিভিন্ন সম্প্রদায়ের গোঁড়ামির বাড়বাড়ন্ত! কখনও বলিউড সিনেমাকে হিন্দু সংগঠনের রোষানলে পড়তে হয়েছে তো, কখনও বা আবার শিখ সম্প্রদায়ের। আবার কোনও সিনেমাকে হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রদায়িক অশান্তি সৃষ্টির বীজ বুনে দেওয়ার তকমা সাঁটা হয়েছে। এবার ‘জওয়ান’-এর (Jawan) ট্রেলার দেখে শাহরুখ খানকে (Shah Rukh Khan) হুমকি কর্ণি সেনার।
‘জওয়ান’-এর সংলাপ নিয়েই মূলত আপত্তি তুলেছে কর্ণি সেনা (Karni Sena)। ট্রেলারের প্রথম দৃশ্যে নেপথ্য কণ্ঠে বলতে শোনা গিয়েছে- “এক রাজা ছিলেন, যিনি একের পর এক যুদ্ধে হেরেছেন। খিদে, তৃষ্ণায় ঘুরে বেড়াচ্ছিলেন জঙ্গলে। খুব রেগে ছিলেন…”, শাহরুখের ছবির এমন ডায়লগেই বেজায় ক্ষিপ্ত কর্ণি সেনা। যার জেরে মুম্বইয়ের ওশিয়াওয়ারা থানায় অভিযোগও দায়ের করেছে সংশ্লিষ্ট সংগঠন।
[আরও পড়ুন: রিলিজের আগেই ১৭ কোটির ব্যবসা ‘ফেক’? প্রশ্ন শুনেই রেগে আগুন ‘জওয়ান’ শাহরুখ]
কর্ণি সেনার দাবি, ট্রেলারের ওই সংলাপ মহারাণা প্রতাপকে উদ্দেশ্য করেই দেওয়া। তাই তাঁদের দাবি, “অবিলম্বে ‘জওয়ান’-এর ওই সংলাপ বদলানো হোক। নইলে মহারাণা প্রতাপ সম্রাট আকবরের সঙ্গে যা করেছিলেন, সেটার পুনরাবৃত্তি এখন আবার হোক চাই না।” শাহরুখ খানের উদ্দেশে কর্ণি সেনার হুংকার, “খবরদার… শেষ করে দেব নইলে।”
প্রসঙ্গত, ‘পাঠান’ ছবি রিলিজের আগেও বয়কটের সম্মুখীন হয়েছিলেন কিং খান। এবার ‘জওয়ান’ রিলিজের আগেও অযথাই সমস্যার সৃষ্টি করল কর্ণি সেনা। কারণ ট্রেলারের ওই সংলাপে কোথাও মহারাণা প্রতাপের নামোল্লেখ নেই। যদিও ভক্তরা এসব হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে ঝড়ের গতিতে টিকিট কাটছেন।