সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে চাই', নিজের মুখে এই কথা বললেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। কিন্তু কেন? আচমকা এমন কথা কেন তাঁর মুখে? সবই 'চন্দু চ্যাম্পিয়ান'-এর জন্য। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সেখানেই এই সংলাপ শোনা যাচ্ছে অভিনেতার মুখে।
কবীর খানের পরিচালনায় 'চন্দু চ্যাম্পিয়ন' (Chandu Champion) ছবিতে অভিনয় করেছেন কার্তিক। ছবির প্রথম ঝলকেই চমকে দিয়েছিলেন অভিনেতা। চকোলেট বয়ের খোলস ছেড়ে পেশিবহুল চেহারায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। প্রাক্তন সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে নতুন এই ছবি। প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন মুরলীকান্ত। কীভাবে এই অসাধ্যসাধন করেন তিনি? বাস্তবের সেই কাহিনিই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক।
[আরও পড়ুন: বেআইনি মাদকের নামে প্রতারণা! বড় জালিয়াতি ফাঁস করলেন আলিয়ার মা সোনি রাজদান ]
ছবির ট্রেলার শেয়ার করে অভিনেতা লেখেন, "অত্যন্ত আনন্দ ও গর্ব নিয়ে আমার কেরিয়ারের সবচেয়ে স্পেশাল আবার সবচেয়ে কঠিন ছবির ট্রেলার শেয়ার করছি গোয়ালিয়র থেকে। সেই জায়গা যেখানে আমি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলাম। 'চন্দু চ্যাম্পিয়ন', সেই মানুষ যিনি কিছুতেই আত্মসমর্পণ করেননি। আশা করি, এই গল্প আপনাদের মন ছুঁতে পারবে, আর দেশের গর্ব মিস্টার মুরলীকান্ত পেটকরের মতো গন্তব্যে পৌঁছতে অনুপ্রেরণা দেবে।"
২০২২ সালে 'চন্দু চ্যাম্পিয়ন' তৈরির কথা ঘোষণা করে কবীর খান। ২০২৩ সালে ছবির শুটিং শুরু হয়। অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের ভূমিকায় অভিনয় করার জন্য ঘাম ঝরিয়ে মারাত্মক শারীরিক বদল ঘটিয়েছেন কার্তিক আরিয়ান। মিষ্টি খাওয়াও ছেড়ে দিয়েছিলেন তিনি। শুটিং শেষে পরিচালকের হাতে করেছিলেন মিষ্টিমুখ। এই পরিশ্রমের ফল কী পাবেন কার্তিক? তা ১৪ জুনের পরই জানা যাবে। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। কার্তিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যশপাল শর্মা, বিজয় রাজ, রাজপাল যাদব, ভুবন অরোরা।