সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্তিক আরিয়ানের 'চান্দু চ্যাম্পিয়ন' বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে এই ছবিতে প্রশংসিত হয়েছিল কার্তিকের অভিনয়। কার্তিকের হাতে এখন শুধুই 'ভুলভুলাইয়া ৩'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। বক্স অফিসে ফের 'ভুলভুলাইয়া' যে হইচই ফেলে দেবে, তার ইঙ্গিত রয়েছে ঝলকে। কেরিয়ার গ্রাফ যখন কার্তিকের বরাবর উর্ধ্বমুখী, তখন হঠাৎ করে কেন বাড়ি ভাড়া দিলেন কার্তিক! আচমকা কেন তাঁর টাকার দরকার?
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৩ সালেই মুম্বইয়ের জুহুতে একটা সম্পত্তি কিনেছিলেন কার্তিক। সেই সম্পত্তিকেই ভাড়া দিলেন কার্তিক। প্রতিমাসে যার ভাড়া ৪.৫ লাখ টাকা। সূত্র বলছে, রিয়াল এস্টেটের বাজারের ওঠা-নামার জন্যই এমনটা করেছেন কার্তিক। কার্তিকের এই সম্পত্তির দাম ১৭.৫ কোটি টাকা।
[আরও পড়ুন: ‘নকল শাড়ি, নির্লজ্জ ধান্দা!’, কেয়া শেঠের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শতরূপা-চিত্রাঙ্গদার]
কবীর খানের পরিচালনায় ‘চন্দু চ্যাম্পিয়ন’ (Chandu Champion) ছবিতে অভিনয় করেছেন কার্তিক। ছবির প্রথম ঝলকেই চমকে দিয়েছিলেন অভিনেতা। চকোলেট বয়ের খোলস ছেড়ে পেশিবহুল চেহারায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। প্রাক্তন সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে নতুন এই ছবি। প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন মুরলীকান্ত।
সম্প্রতি 'ভুলভুলাইয়া ৩' ছবির শুটিংয়ের জন্যও কলকাতায় এসেছিলেন কার্তিক। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া’। তার সিক্যুয়েল অর্থাৎ ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে প্রথমবার রুহান ওরফে ‘রুহ বাবা’র চরিত্রে দেখা যায় কার্তিককে।