সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ১৩ মে দুপুরে ঝড়ের দাপটে পরিত্রাহি অবস্থা হয় বাণিজ্যনগরীর বাসিন্দাদের। প্রবল হাওয়ার দাপটে ঘাটকোপার এলাকায় ভেঙে পড়ে একটি বিশালাকার বিলবোর্ড। যা কিনা বেআইনি বিজ্ঞাপনী হোর্ডিং বলেই জানা গিয়েছে। আর সেই ঘটনাতেই নিজের কাকা-কাকিমাকে হারিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)।
বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর, কার্তিকের কাকা মানো চান্সোরিয়া এবং তাঁর স্ত্রী অনিতা সেদিন দুর্ঘটনাস্থলের এক পেট্রোলপাম্পে গাড়ি থামিয়েছিলেন। তখনই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে তাঁদের এসইউভি গাড়ির উপর। দু দিন ধরে উদ্ধারকার্য চালিয়ে শেষমেশ তাঁদের দেহ উদ্ধার করা হয়। বিদেশে কর্মরত ছেলের কাছে যাওয়ার জন্য ভিসার কাজে গিয়েছিলেন চান্সোরিয়া দম্পতি। সোমবার সকাল থেকেই মা-বাবাকে ফোনে না পেয়ে বিকেলে পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন কার্তিকের তুতোভাই যশ। শেষমেশ মুম্বই পুলিশের সাহায্যে তাঁদের ফোন ট্র্যাক করে শেষ লোকেশন খুঁজে পাওয়া যায়। তারপরই সেখান থেকে উদ্ধার হয় কার্তিকের পরিবারের দুই সদস্যের। বিদেশ থেকে ইতিমধ্যেই মুম্বইতে এসেছেন অভিনেতার ভাই যশ। 'চন্দু চ্যাম্পিয়ন'-এর প্রচারের মাঝেই সাহারে কাকা-কাকিমার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন কার্তিক আরিয়ান নিজেও।
[আরও পড়ুন: অনুরাগ কাশ্যপের ছবিতে ঋদ্ধি সেন, ফের বলিউড সিনেমায় অভিনেতা!]
জানা গিয়েছে, এদিন এই ঘটনায় এলাকার অনেকেই চাপা পড়েন ১০০ ফুট বিলবোর্ডের তলায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিলবোর্ড চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৫ জনেরও বেশি জনের। আহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে।