shono
Advertisement

ব্যর্থ করুণ আকুতি, বৃদ্ধা মায়ের কান্নাতেও মন গলল না জঙ্গিদের

কফিনবন্দি দেহ বাড়ি ফিরল নিহতদের৷ The post ব্যর্থ করুণ আকুতি, বৃদ্ধা মায়ের কান্নাতেও মন গলল না জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:25 PM Sep 22, 2018Updated: 12:25 PM Sep 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে ছেলেকে তুলে নিয়ে গিয়েছে জঙ্গিরা৷ মন দিয়েছিল বিপদের হাতছানি৷ প্রশ্ন জেগেছিল জলজ্যান্ত ছেলেকে অপহরণের পর আর সে বাড়ি ফিরবে তো? মায়ের মন বলে কথা৷ আশা-আশঙ্কার দোলাচলে নিজেকে শান্ত রাখতে পারেননি৷ ভিডিওবার্তা প্রকাশ করে জঙ্গিদের জানানোর চেষ্টা করেন মুক্তি দিলে, সেনার চাকরি থেকে বরখাস্ত করবে ছেলে৷ কিন্তু তাতেও মন গলল না সন্ত্রাসবাদীদের৷ ছেলে নয়, বাড়ি ফিরল তাঁর কফিনবন্দি দেহ৷

Advertisement

[পাকিস্তানের মুখোশ খুলল আমেরিকা, কড়া পদক্ষেপের পথে ট্রাম্প]

লাগাতার জঙ্গি হামলার জেরে উত্তপ্ত উপত্যকা৷ কখনও জঙ্গির হুমকি বার্তা আবার কখনও গোলাগুলিতে অশান্ত ভূস্বর্গ৷ দিনদুয়েক আগেই হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর তরফে ভিডিও বার্তা প্রকাশ করে৷ প্রত্যেক সেনা জওয়ানদের উদ্দেশ্যে ওই ভিডিও বার্তায় তারা পদত্যাগ করার বার্তা দেয়৷ জঙ্গিদের কথা না শুনলে জবাব বুলেটে দেওয়া হবে বলেও জানায় জঙ্গিরা৷ তার ঠিক আটচল্লিশ ঘণ্টার মধ্যেই আবারও অশান্তির বাতাবরণ জম্মু-কাশ্মীরে৷ শুক্রবার সকালেও অশান্তির হাত থেকে রেহাই মেলেনি ভূস্বর্গের৷ ওইদিন সোপিয়ানের কাপরান গ্রামে বাড়ি থেকে অপহরণ করা হয় তিন জওয়ানকে৷ অপহৃতদের মধ্যে ছিলেন কনস্টেবল নিসার আহমেদ৷ চোখের সামনে ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, তা মানতে পারেননি নিসারের মা৷ অপহরণের কিছুক্ষণের মধ্যেই তিনিও একটি ভিডিও বার্তা প্রকাশ করেন৷ ছেলেকে ফেরত দেওয়ার জন্য কাকুতি মিনতি করেন ওই বৃদ্ধা৷ ছেলে বাড়ি ফিরে আসলে, চাকরি ছেড়ে দেবেও জানান তিনি৷ মর্মস্পর্শী ভিডিও বার্তাতেও কোনও লাভ হয়নি৷ বেশ কয়েকঘণ্টা পর একে একে তিন জওয়ানের দেহ উদ্ধার হয়৷ প্রত্যেকের দেহেই মেলে গুলির চিহ্ন৷ পরিবারের একমাত্র রুটিরোজগারী ছিলেন বছর চুয়াল্লিশের নিসার আহমেদ৷ দুই সন্তানের বাবা নিসারের মৃত্যুতে চোখের জল বাঁধ মানছে না তাঁর স্ত্রীর৷ সত্তরোর্ধ্ব শ্বশুর-শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে পাঁচজনের সংসার চালাবেন কীভাবে সেই চিন্তাই এখন রাতের ঘুম কেড়েছে তাঁর৷

[কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ দিবস পালনের নির্দেশ UGC-র]

নিসার-সহ আরও তিন জওয়ানের মৃত্যুর ঘটনা আশঙ্কা বাড়াচ্ছে অন্যান্য জওয়ানদের৷ এই ঘটনার পরই আরও ছ’জন পুলিশকর্মী পদত্যাগ করেন৷ যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই পদত্যাগের সত্যতা অস্বীকার করা হয়েছে৷ এই পরিস্থিতিতে বাতিল হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তান বৈঠকও৷

The post ব্যর্থ করুণ আকুতি, বৃদ্ধা মায়ের কান্নাতেও মন গলল না জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement